Thursday, August 21, 2025

রাজনৈতিক প্র.তিহিংসা! নীতীশের ‘পাল্টিবাজি’র পরই ইডি দফতরে হাজিরা লালুর

Date:

ফের বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ! নীতীশ কুমার (Nitish Kumar) শিবির বদল করে এনডিএ-র (NDA) হাত শক্ত করতেই ঘুরে গেল খেলা। নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্ৰহণের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইডির দফতরে হাজিরা দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। জমির বিনিময়ে চাকরি মামলায় সোমবার সকালেই তলব করা হয়েছিল লালুকে। সেই সমন মেনেই সোমবার সকালে পাটনায় ইডি দফতরে হাজিরা দিলেন লালু প্রসাদ যাদব। তবে এদিন লালুকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করলেও দফতরের বাইরে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন আরজেডি কর্মী সমর্থকরা।

গত ১৯ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লালু প্রসাদ যাদব ও তাঁর ছেলে তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। পাটনায় রাবড়ি দেবীর বাড়িতে গিয়ে সেই সমন দিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির তরফে দেওয়া সমনে ২৯ ও ৩০ জানুয়ারি লালু প্রসাদ ও তেজস্বীকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেইমতোই সোমবার সকালে ইডির দফতরে পৌঁছন লালু। এদিকে একই মামলায় গত শনিবারই দিল্লি কোর্ট লালু প্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁর মেয়ে হেমা যাদবকে আগামী ৯ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে।

তবে সব মিলিয়ে নতুন সরকার গঠনের পরই নীতীশকে সামনে রেখে লালু-সহ তাঁর পরিবারের সদস্যদের বড়সড় সমস্যায় ফেলল বিজেপি। এখনও পর্যন্ত এই মামলার কোনো সুরাহা না হলেও বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর অভিযোগ ইডির বিরুদ্ধে।

 

 

 

 

Related articles

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...
Exit mobile version