Thursday, August 28, 2025

কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবারও একই দাবি করেছেন৷ যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।বরং এবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পরদিনই অর্থাৎ মঙ্গলবার উত্তর দিনাজপুরে মিছিল করবেন তৃণমূলনেত্রী৷
সোমবার থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী৷

আগামিকাল তিনি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে যাবেন। সেখানে দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক করার কথা আছে৷জানা গিয়েছে, প্রশাসনিক বৈঠকের আগে চোপড়া এবং উত্তরবঙ্গে তৃণমূলনেত্রী মিছিল করবেন৷ ইতিমধ্যেই মিছিল আয়োজনের জন্য দলীয় নেতৃত্বকে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ তার প্রস্তুতিও শেষ পর্যায়ে। এই মিছিলকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে।

সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করে বিহারে পৌঁছেছেন রাহুল গান্ধী৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই মিছিলের সিদ্ধান্ত নিয়েছেন।স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা দেখা দিয়েছে৷ বাংলায় তৃণমূল একাই লড়বে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী৷তার এই ঘোষণার পরেও অবশ্য তৃণমূলনেত্রীকে ইতিবাচক বার্তাই দিয়েছে কংগ্রেস নেতৃত্ব৷ সবঠিকঠাক থাকলে,আগামী ৩১ জানুয়ারি ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মালদহ পৌঁছবেন রাহুল গান্ধী৷ ওই দিনই মালদহ জেলা সফরে মুখ্যমন্ত্রীরও পৌঁছনোর কথা।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version