Sunday, August 24, 2025

অবশেষে জল্পনাই সত্যি হলো। ইস্টবেঙ্গল এফসি ছেরে লোনে এফসি গোয়ায় যোগ দিলেন বোরহা হেরেরা। সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। উৎসবের আমেজে ইস্টবেঙ্গল । আর তারই মাঝে লাল-হলুদকে ছেড়ে লোনে এফসি গোয়ায় যোগ দিলেন বোরহা। বোরহার জায়গায় দলে আসছেন ভিক্টর ভাসকোয়েজ। বার্সেলোনার যুব দল থেকে উত্থান ভাসকোয়েজের। লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে খেলেছেন তিনি। এদিকে লাল-হলুদ ছাড়তেই আবেগঘন পোস্ট বোরহার।

মঙ্গলবার সরকারিভাবে বোরহার বিদায়ের খবর ঘোষণা করে ইস্টবেঙ্গল। অন্যদিকে গোয়াও বোরহার আগমণের খবর ঘোষণা করে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আবেগঘন বার্তা নিজের সোশ্যাল মিডিয়ায় দেন বোরহা। যেখানে তিনি লেখেন, “হ্যালো লাল-হলুদ সমর্থকরা। সময় এসেছে এই অসাধারণ কয়েকটি মাসের জন্য এই পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানানোর।এই কয়েকটা মাস খুব পরিশ্রম গিয়েছে, কিন্তু ফলও এসেছে, আর আমরা একটি দুর্দান্ত অভ্যেসকে ফিরিয়ে আনতে পেরেছি। আমি মাথা উঁচু করে মাঠে সব কিছু অর্জন করে ছাড়ছি। খুবই আনন্দিত যে অনেক দিন পর দুটি ফাইনালে উঠেছি আর দুটি ডার্বিতে জিতেছি, আর আমরা ১২ বছর পর ট্রফি জিতেছি।“

এরপরই বোরহা লেখেন,” এটাই ফুটবল, কেউ চলে যায়, কেউ আসে। আমি শুধু আবারও ধন্যবাদ জানাব, আমি আশা করব আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছবেন। এই মানুষদের অবিরত সমর্থন করে যান, যারা আপনাদের অনেক আনন্দ দেবে এবং এই রঙের জন্য নিজেদের সবটা দেবে। আমি আমার এই বিদেশিদের গ্রুপকে কখনও ভুলতে পারব না, যারা কোনও কিছুর পরোয়া না করে, নিজেদের সেরাটা দিয়েছে এবং লড়াই থামায়নি। আমি নিশ্চিত আমরা আবারও একই পথে হাটব লাল-হলুদ ব্রিগেড। আপনারা সব সময়ে আমার হৃদয়ে থাকবেন। ধন্যবাদ আমাগো ফ্যানস। ধন্যবাদ ইস্টবেঙ্গল।“

আরও পড়ুন- ছেলে সরফরাজ ভারতীয় দলে ডাক পেতেই আবেগঘন বার্তা বাবা নওশাদের


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version