Thursday, December 25, 2025

BSF-এর নয়, ইনার কার্ড পারমিট দেবেন জেলাশাসক: বালুরঘাটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিএসএফ-এর দেওয়া কার্ডের বিরুদ্ধে সোমবারের পরে মঙ্গলবারও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। বালুরঘাটের সভা থেকে তিনি স্পষ্ট নির্দেশ দেন সীমান্ত পেরিয়ে যাঁরা কাজে যান তাঁদের পারমিট দেবেন জেলাশাসক। BSF-এর কোনও কার্ড (Card) তাঁরা নেবেন না।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএসএফ সীমান্তে অত্যাচার চালাচ্ছে। নির্বাচনের সময় বিএসএফ ভোটার লাইন কন্ট্রোল করে। বিস্ফোরক অভিযোগ করেন মমতা। “এবারে যদি একটাও এরকম ঘটনা শুনি তাহলে দ্বায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা থাকব। তখন কথাটা মনে থাকবে।“

এরপরেই মমতা স্পষ্ট নির্দেশ দেন বিএসএফ-এর দেওয়া কার্ড কেউ নেবেন না। এপার থেকে যাঁরা সীমান্ত পেরিয়ে ওপারে যান, তাঁরা জেলাশাসকের থেকে ইনার কার্ড পারমিট নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী (Mamata Banejee) জানান, “পরিযায়ী শ্রমিকের পোর্টাল করে দিয়েছি। তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আগামী দিনে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না”।

মুখ্যমন্ত্রী জানান, আগে প্রতি বছর বন্যা হত। বালুরঘাট মানেই ছিল বন্যা। কিন্তু তৃণমূল জমানায় বালুরঘাটের বন্যা এখন নিয়ন্ত্রণে। এদিন, ২০০ কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ২ লক্ষ মানুষের হাতে সরাসরি পরিষেবা পৌঁছাবে বলে জানান। দক্ষিণ দিনাজপুরে ৩লক্ষ ৩৯ হাজার এর মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। বালুরঘাট সাংস্কৃতিক শহর। নাট্য উৎকর্ষ কেন্দ্র রয়েছে। মিউজিয়াম, স্টেডিয়াম সংস্কার করেছে রাজ্য সরকার। গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান সভায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও ছিল। তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে, বুধবার বালুরঘাটের সব স্কুলে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...