Friday, August 22, 2025

যাদবপুরের বিশেষভাবে সক্ষম ছাত্রীর মৃত্যুর তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

Date:

বিশেষভাবে সক্ষম ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। মাত্র কয়েকমাসের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় সত্য উদ্ঘাটনে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। দ্রুত এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হল। প্রাথমিকভাবে হোস্টেলে থাকা পড়ুয়ার ওপর বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পড়ুয়াদের একাংশও এই ঘটনায় ছাত্রী মৃত্যুর বিচারের দাবি জানিয়েছেন।

জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা যাদবপুরের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার দেহ ১৮ জানুয়ারি তাঁর দাদুর বাড়ি থেকে উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুতে ছাত্রীর বাবা প্রথমে মালবাজার থানায় (Malbajar polie station) অভিযোগ দায়ের করেন। ২৫ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও অভিযোগ দায়ের করেন তিনি। পরিবারের অভিযোগ মৃতার বন্ধু এক ছাত্র ও এক গবেষণারত আরেক ছাত্র বারবার ফোন করে মানসিক নির্যাতন চালায়। এমনকি শারীরিক নির্যাতন করে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ারও অভিযোগ তুলেছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় ছুটির পর খোলা হলেই অভিযোগ নিয়ে তৎপরতা শুরু হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। মঙ্গলবারই বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি অ্যান্টি ব়্যাগিং কমিটির (Anti Ragging Committee) অধীন, না আভ্যন্তরীণ তদন্ত কমিটি – সে বিষয়ে আলোচনা চলে। তবে কোনও রকম তদন্তের আগে অভিযুক্ত পড়ুয়দের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপের বিপক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ছাত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ক্যাম্পাসে ছাত্রমৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন।

বিশ্ববিদ্যালয়ের অন্য এক আধিকারিকরা দাবি করেন, অভিযুক্ত দুই পড়ুয়ার সঙ্গে মৃতার ফোনে অনেকবার কথা বলার তথ্যও পেয়েছেন তাঁরা। তবে যেহেতু এই ছাত্রীর মৃত্যু ক্যাম্পাসের বাইরে ও ছাত্রীর বাড়িতে হয়েছে, সেক্ষেত্রে তদন্তের প্রক্রিয়াও কঠিন বিশ্ববিদ্যালয়ের কাছে। এরপরই বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ইন্টারনাল কমপ্লেন কমিটিকে এই তদন্তভার দেওয়া হয়। তাঁদের সাহায্য করার জন্য বেছে নেওয়া হয়েছে আরও তিন সদস্যকে। সেই তিনজন হলেন একজন নার্স, একজন বিভাগীয় শিক্ষক ও একজন বিশেষভাবে সক্ষম শিক্ষক।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version