লোকসভা নির্বাচনের আগেই ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। এডিজি আইনশৃঙ্খলা হলেন মনোজ বর্মা। সেই পদে আগে ছিলেন জাভেদ শামিম। তিনি যাচ্ছেন গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদে। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার ৩ পুলিশ জেলা বারাসত, বনগাঁ ও বসিরহাটের সুপার পদে রদবদল করা হল।

লোকসভা ভোটের আগে গত এক মাস ধরে রাজ্য পুলিশে (Police) লাগাতার রদবদল চলেছে। বুধবার মোট ৪৫ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন (Nabanna)।

- সিআইডির ডিআইজি হলেন কলকাতা পুলিশের ডিসি উত্তর তরুণ হালদার।
- কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হলেন ডিসি দক্ষিণ-পূর্ব শুভঙ্কর ভট্টাচার্য।
- কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে যাচ্ছেন বিধাননগর কমিশনারেটের ডিসি ট্র্যাফিক ইন্দিরা মুখোপাধ্যায়।
- ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদ থেকে ডব্লিউবিপিএস সুমন্ত কবিরাজকে সরিয়ে পাঠানো হয়েছে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত সুপার পদে।
- বসিরহাট পুলিশ জেলার সুপার জবি থমাসকে সরিয়ে আনা হল হোসেন মেহেদি রহমানকে। থমাসকে পাঠানো হল ইসলামপুরের সুপার পদে।
- বনগাঁ পুলিশ জেলার সুপার হলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল দীনেশ কুমার।
- বনগাঁ পুলিশ জেলার সুপার পদে থাকা জয়িতা বসুকে পাঠানো হল দার্জিলিং রেঞ্জের ডিআইজি করে।
- হাওড়া সিটি পুলিশের ডিসি দক্ষিণ পদে থাকা প্রতীক্ষা ঝারখাড়িয়া বারাসত পুলিশ জেলার সুপার হয়েছেন।
- বারাসত পুলিশ জেলার সুপার পদে থাকা ভাস্কর মুখোপাধ্যায়কে পাঠানো হল মালদহ রেঞ্জের ডিআইজি করে।
- দক্ষিণবঙ্গের ডিজি-আইজিপি পদে থাকা সিদ্ধিনাথ গুপ্তাকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোতে।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, এটা রুটিন বদলি।
