Wednesday, August 27, 2025

আজ থেকে শুরু বাজেট অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের (BJP Government) এটাই শেষ অধিবেশন। আজ সকাল দশটা নাগাদ সংসদ ভবনে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাজেট অধিবেশন শুরুর আগে সাংসদদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন মোদি। সাধারণতন্ত্র দিবসে নারী শক্তির শৌর্য প্রদর্শন থেকে শুরু করে সাংসদদের আচরণ নিয়ে নানা কথা শোনা যায় তাঁর মুখে। অধিবেশন শুরুর আগে কার্যত বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন মোদি(Narendra Modi)।

নির্বাচনের প্রাক্কালে নিয়ম মেনে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হবে না। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন জানান যে এবার ভোট অন অ্যাকাউন্ট পদ্ধতিতে বাজেট পেশ করা হবে। নির্বাচনের পরে পূর্ণাঙ্গ বাজেট হবে। বিরোধিতা সত্ত্বেও বিগত ১০ বছরে যেভাবে সরকার কাজ করেছে সে কথাই আগামী দিনে মানুষ মনে রাখবেন বলে দাবি করেন তিনি। সাম্প্রতিক কালে বেশকিছু বিরোধী সাংসদকে লোকসভা ও রাজ্যসভা থেকে নজিরবিহীনভাবে বহিষ্কার করা হয়। যদিও বাজেটের আগে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে বলেই খবর। কিন্তু এদিন প্রধানমন্ত্রী বিরোধী সাংসদদের এক হাত নিয়ে বলেন, সমালোচনা করাটা বিজেপি বিরোধী দলের জনপ্রতিনিধিদের অভ্যাসের পর্যায়ে দাঁড়িয়ে গেছে। তাই সকলকে আত্ম সমালোচনা করার কথাও বলেন। পাশাপাশি এই বাজেটে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অধিবেশন শুরুর আগেই দেশের নারী শক্তির ক্ষমতার কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) এবং অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) প্রসঙ্গ টেনে আনেন তিনি। আজ রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু অধিবেশন।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version