Sunday, November 9, 2025

বামনগোলায় দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ মানবাধিকার কমিশনের

Date:

Share post:

গতবছরের জুলাই মাসে মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। চোর অপবাদ এই মারধর চলে। রাজ্যকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। দুই নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের জুলাই মাসে। বামনগোলায় ভরা হাটে ‘চোর’ অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। ঘটনার ৯ দিনের মাথায় বামনগোলা থানার আইসি, দুই এসআই এবং এক এএসআই-কে ক্লোজ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই ক্ষতিপূরণ দেওয়ার এই নির্দেশ। জাতীয় মানবাধিকার কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে তৃণমূল।

নির্যাতিতার মেয়ে জানিয়েছেন, ‘ শুনতে পেয়েছি টাকা পয়সার কথা। টাকা পয়সা থাকলেও সম্মান পাওয়া যাবে না। এই ঘটনা যেমন আমার মায়েদের সঙ্গে হয়েছে, আশা করি কারও সাথে না হয়। টাকা দিয়ে তো কিছু হবে না। সম্মান তো পাওয়া যাবে না। তবু এই টাকা দিয়ে খাওয়া দাওয়া চলবে আমাদের। এমনিতে তো কাজকর্ম কিছু করে না। বাড়িতে থাকে বসে।

জানা গিয়েছে, বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন একই পরিবারের দুই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটে ২ মহিলার বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। অভিযোগ, ভরা হাটের মধ্যে ২ জনকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়! এখানেই শেষ নয়। ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরে যারা অভিযুক্ত, তাদের না ধরে পুলিশ ওই ২ মহিলাকেই গ্রেফতার করে বলে অভিযোগ ওঠে ।

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...