প্রয়াত শিল্পীদের দিয়ে গান গাওয়ালেন অস্কারজয়ী সুরকার!

Date:

Share post:

দেশের অন্যতম খ্যাতনামা সুরকারদের কথা উঠলেই চোখ বন্ধ করে সকলে এ আর রহমানের (A R Rahman) কথা বলবেন। অস্কারজয়ী সংগীত পরিচালকের (Oscar winner Music Director) সঙ্গে দেশ-বিদেশের সকলেই কাজ করতে চান। আন্তর্জাতিক স্তরে কোন অনুষ্ঠান হলে বিনোদন জগতে প্লেব্যাক গায়ক, গায়িকাদের সঙ্গে কনসার্ট করতে দেখা যায় রহমানকে। তা সত্ত্বেও একটি সিনেমার গানের রেকর্ডিং এর জন্য জীবিত শিল্পীদের ছেড়ে দিয়ে প্রয়াত শিল্পীদের নিয়ে গান রেকর্ড করলেন রহমান (A R Rahman)! বিষয়টা শুনতে একটু অবাক করার মত হলেও এটাই সত্যি।

চলতি মাসের মুক্তি পেতে চলেছে দক্ষিণী মেগাতারকা রজনীকান্তের পরবর্তী ছবি ‘লাল সালাম’। মেয়ে ঐশ্বর্যের পরিচালনায় এই ছবিতে কাজ করেছেন সুপারস্টার থালাইভা। সংগীত পরিচালনার দায়িত্বে এ আর রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ ছবির গান ‘থিমিরি ইয়েজ়ুদা’। তবে অবাক করার বিষয় হল এই গানের প্লেব্যাক সিঙ্গাররা কেউ আর জীবিত নেই। দুই প্রয়াত শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদকে দিয়েই গান গাইয়েছেন সুরকার। ২০২২ সালে প্রয়াত হন বাম্বা বাক্য। ২৭ বছর আগে ১৯৯৭ সালে প্রয়াত হন শাহুল হামিদ। দুই তামিল সঙ্গীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন রহমান। তিনি জানিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। প্রয়াত দুই গায়কের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েই এই কাজ করেছেন। তারপর বাকি কাজটা করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)।রহমানের এই সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত তাঁর অনুরাগীরা। কিন্তু যাঁদের কন্ঠ ব্যবহার করেছেন সুরকার তাঁদের পরিবারকে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয়েছে বলে জানা গেছে।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...