Monday, August 25, 2025

মাধ্যমিকের কারণে মেলেনি অনুমতি! ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘না’ বীরভূম পুলিশের

Date:

আগামীকাল অর্থাৎ শুক্রবারই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আর সেকারণেই শুক্রবার বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার বীরভূমে (Birbhum) কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে। কিন্তু সেই ন্যায় যাত্রার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে কোনও অনুমতিই এখনও পায়নি কংগ্রেস শিবির। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকাতে পারে পুলিশ (Police)? যদিও পুলিশ সুপার সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

তবে মাধ্যমিক পরীক্ষার কারণে আগেই কংগ্রেসকে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পুলিশ। মূলত রাজ্যে কোনও বড় পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের কথা মাথায় রেখে কোনও রাজনৈতিক দলকেই এই অনুমতি দেওয়া হয় না। লোকসভা ভোটের আগে কংগ্রেস বাংলায় প্রচার করতে এলেও বাংলার পড়ুয়াদের জন্য এতটুকু চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার কারণেই তিনি ২টি জেলা সফর বাতিল করেছেন। আর সেকারণেই প্রশাসনিক সমস্ত নিয়ম মেনেই কংগ্রেসকে যাত্রার অনুমতি দেয়নি পুলিশ।

অসম থেকে উত্তরবঙ্গ একপ্রস্থ ঘুরে, বিহার হয়ে ফের দ্বিতীয় দফায় বাংলায় এসেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। শুক্রবারই বীরভূমে কর্মসূচি রয়েছে রাহুলদের। কিন্তু সেখানে পুলিশের অনুমতি না মেলায় বীরভূমে থমকাতে পারে কংগ্রেসের যাত্রা।

 

 

 

Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version