Monday, November 10, 2025

মাধ্যমিকের কারণে মেলেনি অনুমতি! ভারত জোড়ো ন্যায় যাত্রায় ‘না’ বীরভূম পুলিশের

Date:

আগামীকাল অর্থাৎ শুক্রবারই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আর সেকারণেই শুক্রবার বীরভূমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। সূত্রের খবর, শুক্রবার বীরভূমে (Birbhum) কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে। কিন্তু সেই ন্যায় যাত্রার জন্য বীরভূম জেলা পুলিশের তরফে কোনও অনুমতিই এখনও পায়নি কংগ্রেস শিবির। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি বীরভূমের মাটিতে রাহুলদের ন্যায় যাত্রা আটকাতে পারে পুলিশ (Police)? যদিও পুলিশ সুপার সাফ জানাচ্ছন, প্রয়োজন পড়লে সেটাও হতে পারে।

তবে মাধ্যমিক পরীক্ষার কারণে আগেই কংগ্রেসকে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেয় পুলিশ। মূলত রাজ্যে কোনও বড় পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের কথা মাথায় রেখে কোনও রাজনৈতিক দলকেই এই অনুমতি দেওয়া হয় না। লোকসভা ভোটের আগে কংগ্রেস বাংলায় প্রচার করতে এলেও বাংলার পড়ুয়াদের জন্য এতটুকু চিন্তিত নয় কংগ্রেস নেতৃত্ব। এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার কারণেই তিনি ২টি জেলা সফর বাতিল করেছেন। আর সেকারণেই প্রশাসনিক সমস্ত নিয়ম মেনেই কংগ্রেসকে যাত্রার অনুমতি দেয়নি পুলিশ।

অসম থেকে উত্তরবঙ্গ একপ্রস্থ ঘুরে, বিহার হয়ে ফের দ্বিতীয় দফায় বাংলায় এসেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। শুক্রবারই বীরভূমে কর্মসূচি রয়েছে রাহুলদের। কিন্তু সেখানে পুলিশের অনুমতি না মেলায় বীরভূমে থমকাতে পারে কংগ্রেসের যাত্রা।

 

 

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version