Thursday, August 21, 2025

‘রাজস্ব ঘাটতি বৃদ্ধি উদ্বেগজনক’! কেন্দ্রীয় বাজেটকে ‘সম্পূর্ণ নির্বাচনী’ কটাক্ষ বিরোধীদের

Date:

দিশাহীন! সাধারণ মানুষের জন্য অন্তর্বর্তী বাজেটে শুধুমাত্র গাল ভর্তি ভরসা ছাড়া কিছুই নেই, বৃহস্পতিবার এমনটাই দাবি বিরোধীদের। এদিন লোকসভা ভোটের (Loksabha Election) আগে ‘‌বাজেট অন অ্যাকাউন্ট’‌ (Union Budget) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Shitaraman)। আর তারপরই বাজেটে যে সাধারণ মানুষের জন্য কিছুই নেই তা সাফ জানালেন বিরোধীরা। একজোটে বিরোধীদের দাবি, এই বাজেট ‘‌বিদায়ী বাজেট।’‌

এদিন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি বলেন, রাজস্ব ঘাটতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি আরও জানান, “অত্যন্ত উদ্বেগের বিষয় হল ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি, কারণ অর্থমন্ত্রীর ভাষণে সংখ্যাগুলি স্পষ্টভাবে প্রমাণ করে যে ১৮ লক্ষ কোটিরও বেশি এই বছরের কেন্দ্রীয় বাজেটের অনুদান বিহীন পরিমাণ, এবং এই সংখ্যাটি লাগাতার বাড়তে চলেছে”।

কংগ্রেস নেতা শচীন পাইলট বলেন, “এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট ছিল। পাশাপাশি এদিনের বাজেট বক্তৃতাকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করে তিনি বলেন, এতে সাধারণ মানুষের জন্য কোনও স্বস্তি ছিল না। এটা সরকারের প্রশংসা করার জন্য একটি রাজনৈতিক বক্তব্য। এই বাজেটের সঙ্গে কৃষক ও দেশের যুব সমাজের কোনও সম্পর্ক ছিল না”।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় বাজেট নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, “সরকার অবশেষে বুঝতে পেরেছে যে দেশে এই চার ধরণের (দরিদ্র, মহিলা, যুব এবং কৃষক) মানুষ রয়েছেন। ঠাকরে এদিন আরও বলেন, “মোদি সরকার তার শেষ বাজেট পেশ করেছে। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি খুব ভারী হৃদয়ে শেষ বাজেট পেশ করেছেন।” এছাড়া বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলি বলেন, “বাজেটে নতুন কিছু ঘোষণা করা হয়নি”। ডিএমকে নেতা দয়ানিধি মারান বলেছেন, “কিছুই খুব বেশি পরিবর্তন হয়নি, মানুষ ইতিমধ্যেই হতাশ। পাশাপাশি আপ সাংসদ স্বাতি মালিওয়াল বাজেটকে “হতাশাজনক” বলে অভিহিত করে বলেন যে দেশে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তাদের শীর্ষে রয়েছে।

 

 

 

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version