Sunday, November 9, 2025

১৯২২ সালে শক্তিপদ রাজগুরু(১৯২২-২০১৪) বাঁকুড়া জেলার গোপবাঁধি গ্রামে এদিন জন্মগ্রহণ করেন। বাড়িতে ছিল সাহিত্যের আবহাওয়া। শক্তিপদর স্মৃতিশক্তি ছোট থেকেই ছিল বেশ ভাল। ছোটবেলায় রবীন্দ্রনাথের দীর্ঘ কবিতাও মুখস্থ বলে যেতে পারতেন গড়গড় করে। পরে বাবার বদলির চাকরির সূত্রে চলে আসতে হয় মুর্শিদাবাদের পাঁচথুপি গ্রামে। সেখানকার টিএন ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তার পরে চলে যান কলকাতায়। সেখানকার রিপন (এখন সুরেন্দ্রনাথ) কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। কিন্তু ক্লাসঘরের পড়াশোনার চেয়ে তাঁকে বেশি টেনেছিল খোলা আকাশের শিক্ষা। সুযোগ পেলেই জনপদের ছন্দের সন্ধানে বেরিয়ে পড়তেন। আর ভ্রমণের এই অদম্য নেশা বজায় রেখেছিলেন সরকারি চাকরিজীবনেও। চাকরি করতেন কলকাতার জেনারেল পোস্ট অফিসে। সেখানেই একদিন আলাপ হল ঋত্বিককুমার ঘটকের সঙ্গে। বাংলা উপন্যাসে যুগান্তকারী স্থান পাননি। তবু তাঁর গল্প এত মানুষের ভাল লাগে, তুমুল জনপ্রিয় হয় তাঁর গল্প থেকে তৈরি সিনেমা। সাহিত্যের আমদরবারে ষাটের দশকে ঋত্বিককুমার ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ দেখার পরে অনেকেই ভেবে নিয়েছিলেন সে ছবির কাহিনিকার শক্তিপদ রাজগুরুও বুঝি ওপার বাংলা থেকে আসা মানুষ। না হলে উদ্বাস্তু মানুষের জীবনযন্ত্রণার সূক্ষ্ম তারগুলো এমন করে ধরলেন কী করে? শক্তি সামন্তের ‘অমানুষ’ এক সময় খুব জনপ্রিয় হয়েছিল। সুন্দরবনের প্রেক্ষাপটে নির্মিত এ ছবির কাহিনিও শক্তিপদ রাজগুরুর। তাঁর ‘নয়া বসত’ উপন্যাসের কাহিনি ঘিরে তৈরি হয়েছিল এ ছবি। এ গল্প লেখার আগে সুন্দরবন অঞ্চলে একটানা ঘুরেছিলেন তিনি। এ ছাড়া উত্তরবঙ্গের কালীঝোরা অরণ্য অঞ্চলের প্রেক্ষাপটে লিখেছিলেন ‘অনুসন্ধান’ ছবির কাহিনি।

১৯৩০ অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (১৯৩০-২০২০) বাগনানের মুগকল্যাণ গ্রামে এদিন জন্মগ্রহণ করেন। জ্যোতির্বিজ্ঞানকে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে এই হাসিখুশি মানুষটি সর্বক্ষণ দেশ ও বিদেশের নানাপ্রান্তে ঘুরে বেড়াতেন। গ্রামে-গঞ্জের সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর জন্য রঙিন স্লাইড শো-র সাহায্যে তিনি জ্যোতির্বিজ্ঞানের নানা গূঢ় তত্ত্ব প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিতেন। এই কাজের জন্য ভারত সরকার তাঁকে ১৯৯৫ সালে জাতীয় পুরস্কারে সম্মানিত করে। এই একই কারণে পশ্চিমবঙ্গ সরকার ২০০১ সালে তাঁকে ‘গোপাল চন্দ্র ভট্টাচার্য’ স্মৃতি পুরস্কার প্রদান করে। ওই বছরেই বর্ধমান বিশ্ববিদ্যালয় ডিএসসি ডিগ্রি প্রদান করে তাঁকে সম্মান জানায়।

২০০৩ সালে কল্পনা চাওলা (১৯৬২-২০০৩) এদিন মহাকাশে চিরদিনের মতো হারিয়ে গেলেন। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। পৃথিবীতে তাঁর ঘরে ফেরার সময় আকাশেই হারিয়ে গিয়েছিলেন। তাঁর এই বহু চেনা গ্রহের বায়ুমণ্ডলই সেদিন ঘরে ফিরতে দেয়নি কল্পনা ও তাঁর সঙ্গী আরও ৬ মহাকাশচারীকে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ‘কলম্বিয়া’ মহাকাশযান।

১৯৪৮ যতীন্দ্রমোহন বাগচী (১৮৭৮-১৯৪৮) এদিন প্রয়াত হন। অল্পবয়স থেকে কবিতা লিখতেন। রবীন্দ্রোত্তর যুগের এই শক্তিমান কবি কিছুদিন ‘মানসী’ ও ‘যমুনা’ পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘লেখা’, ‘নাগকেশর’, ‘পথের সাথী’, নীহারিকা’ ইত্যাদি।

২০২১ মায়ানমারে অভ্যুত্থান আটক হন সু চি-সহ বহু রাজনীতিক, এক বছরের জন্য দেশের দখল নেয় সেনাবাহিনী। এর আগে, ১৯৬২ থেকে ২০১১ সাল পর্যন্ত, প্রায় পাঁচ দশক মায়ানমারে সেনাশাসন কার্যকর ছিল।

১৯২৩ ব্ল্যাক শার্ট বাহিনী এদিন সরকারিভাবে জাতীয় মিলিশিয়াতে পরিণত হয়। নাম হয় জাতীয় নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবী ফ্যাসিস্ট মিলিশিয়া। এর আগে এই বাহিনীর সুবাদেই ইতালির ক্ষমতা দখল করেন বেনিতো মুসোলিনি।


Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version