Monday, August 25, 2025

কোথাকার শাড়ি পরেন? নিজেই জানালেন মুখ্যমন্ত্রী, নদিয়ায় দুটি শাড়ির ‘বিগ বাজার’ করার ঘোষণা

Date:

সরু পাড় সাদা শাড়িই তাঁর স্টাইল স্টেটমেন্ট। সেই শাড়ির ডিজাইন যে তিনি নিজেই করেন, তা আগে বহুবার জানিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, জানালেন কোথায় তৈরি হয় তাঁর শাড়ি (Saree)। একই সঙ্গে তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়ায় দুটি শাড়ির (Saree) ‘বিগ বাজার’ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

একেবারেই ঘরোয়া সাজে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী। পরনে সাধারণ সাদা খোলের সরু পাড়ের শাড়ি, পায়ে হাওয়াই চটি। তাঁর জীবনশৈলীও খুবই সরল। সারা দেশের মধ্যে সেটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এদিন, শান্তিপুরের সভায় তিনি জানান, “আমি গর্বিত নদিয়ার তাঁতশিল্পীদের জন্য। আমার সব শাড়ি নদিয়ার। ডিজাইন আমি হাতে এঁকে দিই। তাঁতশিল্পীরা তৈরি করেন। কখনও ধনেখালি, কখনও নদিয়ার শাড়ি পরি। এর কোনও তুলনা আছে?”

ক্ষমতায় আসার পরের বাংলার তাঁতশিল্পীদের পাশে দাঁড়ান মমতা। তাঁরই উদ্যোগে নদিয়ায় গড়ি ওঠে মসলিন তীর্থ। মুখ্যমন্ত্রী বলেন, “আমি যখন ক্ষমতায় আসি তখন ৬ জন মসলিন তাঁতি বেঁচে আছেন। তাঁদের দিয়ে ৬০ জনকে প্রশিক্ষণ দিলাম। তৈরি করলাম মসলিন তীর্থ।”

 

নদিয়ার তাঁত, মসলিন অত্যন্ত বিখ্যাত। এই শাড়িগুলি বিশ্ববাংলা, বাংলার শাড়ি, তন্তুজ ও মঞ্জুষার স্টোরগুলিতে বিক্রির ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কৃষ্ণনগর ও রানাঘাটে দুটি শাড়ির বিগ বাজার তৈরির ব্যবস্থা করার নির্দেশ জেলাশাসককে দেন তিনি।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version