Monday, November 17, 2025

বছর শুরুতেই আমেরিকায় চার ভারতীয় পড়ুয়ার মৃত্যু! উদ্বিগ্ন ভারতীয় কনসুলেট

Date:

এক মাসের মধ্যে চার ভারতীয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপ বাড়ছে আমেরিকায় ভারতীয় কূটনীতিক মহলে। বৃহস্পতিবার মৃত্যু সংবাদ পাওয়া যায় ওহিও প্রদেশ থেকে। মৃতের নাম শ্রেয়স রেড্ডি বেনিগার। যদিও তাঁর মৃত্যুতে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে ভারতীয় কূটনীতিক (Indian Consulate) মহল।

নতুন বছরের শুরুতে ইলিনয়েসে (Illinois) মৃত্যু হয় উকুল ধাওয়ান নামে এক পড়ুয়ার। প্রবল ঠাণ্ডায় অবসন্ন হয়ে গিয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। তবে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে কেন ঢিল ছোঁড়া দূরত্বে থাকা পুলিশ উকুলের মৃত্যুর আগে কিছু টেরই পেল না। অন্যদিকে জর্জিয়ায় (Georgia) বিবেক সাইনি নামে এক পড়ুয়ার নৃশংস মৃত্যুতে সরব হয়েছিল গোটা ভারতীয় পড়ুয়া মহল। এক ভবঘুরের মারে মৃত্যু হয় পার্টটাইম দোকানে কর্মরত ওই পড়ুয়ার। একইভাবে সোমবার মৃতদেহ উদ্ধার হয় ইন্ডিয়ানার (Indiana) পড়ুয়া মেধাবী নীল আচার্যের। নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আবেদন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ঘটনায় এখনও তদন্ত চালাচ্ছে টিপক্যানয় কাউন্টি।

তারই মধ্যে আবার এক মৃত্যু সংবাদ। সিনসিনাটি (Cincinnati) বিশ্ববিদ্যালয়ের অধীন কার্ল এইচ লিন্ডনার কলেজ অফ বিজনেসের (Carl H. Lindner College of Business) পড়ুয়া শ্রেয়স রেড্ডি বেনিগারের দেহ উদ্ধার হয়। শ্রেয়সের পরিবার হায়দ্রাবাদের বাসিন্দা। কনসুলেটের পক্ষ থেকে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। যদিও শ্রেয়স আমেরিকার নাগরিকত্ব নিয়েই ওহিও-তে থাকত। তাঁর মৃত্যুর কারণ স্পষ্টভাবে কনসুলেটের পক্ষ থেকে না জানানো হলেও খুনের সন্দেহ উড়িয়ে দিচ্ছে কনসুলেট। তদন্ত শুরু করেছে ওহিও পুলিশ।

Related articles

বাংলাদেশে মৌলবাদী সংগঠন বাড়াচ্ছেন ইউনূস: সাজা ঘোষণার আগে সরব শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ঘোষণা হবে সাজা। তাতে মৃত্যুদণ্ডের সম্ভাবনা। তা সত্ত্বেও বহু বছরের প্রচেষ্টায় যে আওয়ামী লিগকে প্রতিষ্ঠা...

দিল্লি বিস্ফোরণে গাড়ি ভর্তি ছিল IED! দিল্লিতেই লুকিয়ে ছিল উমরের সহযোগী

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি। আশ্চর্যজনকভাবে সেই আমির দিল্লিতে লুকিয়ে থাকলেও প্রায়...

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...
Exit mobile version