Wednesday, December 24, 2025

স্বচ্ছ বাংলা: গ্রামে গ্রামে শৌচাগার তৈরির অগ্রগতি দেখে অভিভূত কেন্দ্রীয় সচিব

Date:

Share post:

গ্রামে গ্রামে তৈরি হচ্ছে শৌচাগার। পরিচ্ছন্ন বাংলা। কাজ দেখে অভিভূত দিল্লি (Delhi) থেকে আসা কেন্দ্রীয় দল। যেখানে কেন্দ্র বাংলার বরাদ্দ আটকে রেখেছে, BJP বাংলার শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির ভুয়ো অভিযোগ করছে, সেখানে কেন্দ্রীয়দল রাজ্য এসেছে সরকারের প্রশংসা করছে।  স্বচ্ছ ভারত মিশনের কাজ খতিয়ে দেখতে বাংলায় এসেছেন কেন্দ্রীয় সচিব। গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজের অগ্রগতি দেখে অভিভূত তিনি।

লোকসভা ভোটের আগে এই দুই প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, তা দেখতেই বাংলা এসেছেন জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব বিনি মহাজন (Bini Mahajan)। শুক্রবার, হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় যান জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব। জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। স্বচ্ছ ভারত মিশনের কাজের প্রশংসা করন মহাজন। শনিবার নবান্নে (Nabanna) রাজ্যের মুখ‌্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক তাঁর।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, বাড়ি বাড়ি শৌচাগার তৈরির কাজে বিপুল বরাদ্দ রয়েছে কেন্দ্রের। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় ২০২০-২১ অর্থবর্ষ থেকে। চলবে ২০২৪-২৫ সাল পর্যন্ত। মাস তিনেক আগেই জলশক্তি মন্ত্রক রাজ্যকে লিখিতভাবে জানায়, ঘরে ঘরে শৌচালয় তৈরি এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামোয় পূর্ব মেদিনীপুর জেলার অগ্রগতি ‘সেরা’-র তালিকায় জায়গা পেয়েছে। সেখানে ২৯৮৮টির মধ্যে ২৯২৯টি গ্রামই ‘ওডিএফ-প্লাস’ হিসেবে চিহ্নিত হয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, ‘‘আবাসের জন‌্য প্রথমে ৬৯টা তারপরে আরও সাতটা টিম এসেছে। তাতেও  টাকা দেয়নি। ওরা এবার শৌচালয় দেখতে এসেছে। এসেছে যখন শৌচালয় দেখে যাক। আমরা ওদের শৌচালয় ঘুরিয়ে দেখাব।’’ কাজ দেখে ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় দলের।

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...