Sunday, August 24, 2025

কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে কলকাতা শহরকে দেশের সবথেকে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার অন্যতম কারণ ছিল অপরাধ নথিভুক্তকরণের সংখ্যা ও অপরাধী ধরার রেকর্ড কলকাতা পুলিশের সবথেকে বেশি। শুক্রবার রাতে সেই রিপোর্টকে আরও একবার সত্যি প্রমাণ করল কলকাতা পুলিশের হরিদেবপুর থানা। ব্যবসায়ী অপহরণের ঘটনার কিছুক্ষণের মধ্যেই রীতিমত ধাওয়া করে অপহৃতকে উদ্ধার ও দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ।

শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ কবরডাঙা থানা এলাকার একটি বারে ঢোকে পাঁচ দুষ্কৃতী। দোতলা বারে অন্যদিনের মতো ছিলেন আজাদগড়ে বাসিন্দা ব্যবসায়ী নিতিন শাহ। তাঁকে বন্দুকের মুখে ধরে জোর করে নিচে নিয়ে আসে দুষ্কৃতীরা। সেখানে একটি সাদা গাড়িতে তাঁকে তোলা হয়। ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুষ্কৃতীরা। নিতিনের দুই বন্ধু আটকানোর চেষ্টা করলেও বন্দুকের সামনে তারা পিছিয়ে আসে। গোটা ঘটনার ছবি ওই বিল্ডিংয়ের সিসিটিভিতে ধরা পড়ে। ১০.৪০ নাগাদ হরিদেবপুর থানায় অপহরণের ঘটনা জানিয়ে ফোন যায়।

ফোন পেয়েই অপারেশনে নামে হরিদেবপুর থানার পুলিশ। তিনটি গাড়ি নিয়ে তিন দিক থেকে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণের মধ্যে গাড়িটি ধরে ফেলে পুলিশ। দুই দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতরা হল বিপ্লব পাত্র ওরফে ভিক্টর, অশোক মাজি ও অরুনাংশু দাস। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশের অনুমান রীতিমত রেইকি করে অপহরণের এই চেষ্টা চালায় দুষ্কৃতীরা। কোন সময় ব্যবসায়ী বারে আসেন। কবরডাঙা এলাকা থেকে গাড়ি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করে নিজেরাই চালিয়ে অপহরণের অপারেশন চালায়। যদিও হরিদেবপুর পুলিশ গোটা প্রচেষ্টাতেই জল ঢেলে দেয়। এই ঘটনাই আবার প্রমাণ করল শহরে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সদা সজাগ কলকাতা পুলিশ।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version