শনিবারের সকালে পিলে চমকে যাওয়ার মত ঘটনা। বলিউডের নীল ছবির তারকা পুনম পাণ্ডে (Punam Pandey) ‘জীবিত’! শুক্রবার পর্যন্ত যেখানে তার মৃত্যুর খবরে সকলে চমকে যাচ্ছিলেন, এবার বেঁচে থাকার খবরে চমকে উঠছেন নেটবাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় পুনমের প্রত্যাবর্তনে ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাই ভেবে পাচ্ছেন না অনুরাগীরা। ২৪ ঘন্টার বেশি সময় ধরে চলতে থাকা মৃত্যু নাটকে অবশেষে যবনিকা পতন। নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’।
