কেন্দ্রীয় বঞ্চনা, নেত্রীর নির্দেশে রবিবার রেড রোডে ধরনা মঞ্চের দায়িত্বে যুব তৃণমূল

রবিবার তৃতীয় দিনের ধর্নার দায়িত্বে নেত্রী দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসকে। সেখানে ছাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে

দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে লাগাতার ধরনা কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। নেত্রী নিজে শুক্র-শনি, টানা ৪৮ ঘণ্টা ধরনা দিয়েছেন। রাতও কাটিয়েছেন রেড রোডে। শনিবার দ্বিতীয় দিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের বঞ্চিত ২১ লক্ষ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বকেয়া মজুরি মিটিয়ে দেবে রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সেই টাকা পেয়ে যাবেন ভুক্তভোগীরা।

 

তবে এই ধরনা চলবে। বাংলার বঞ্চিত মানুষের ন্যায্য বকেয়ার দাবি নিয়ে শুরু হওয়া রেড রোডে ধরনা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রথমদিনই সেকথা জানিয়ে দিয়েছেন নেত্রী। এক একদিন এক এক শাখা সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রবিবার তৃতীয় দিনের ধর্নার দায়িত্বে নেত্রী দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসকে। সেখানে ছাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে। পরেরদিন আবার দায়িত্বে তৃণমূল ছাত্র পরিষদ। এরপর একে একে তৃণমূল মহিলা কংগ্রেস সহ ট্রেড ইউনিয়ন, সংখ্যালঘু সেল ধরনা পালন করবে। কলকাতার পার্শ্ববর্তী জেলা সংগঠন ধরনা পালন করবে রেড রোডে।

রবিবার ছাত্রযুবদের সকলকে সকাল ১০টার মধ্যে ধরনা মঞ্চে এসে উপস্থিত হতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। রবিবারের কর্মসূচি নিয়ে তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ বলেন, কেন্দ্রের অন্যায়, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ চলবেতৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না বিজেপি। ছলচাতুরি করে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে। লড়াই করছেন বাংলার অগ্নিকন্যা। ওদের অহংকারটা ভাঙার দরকার।

আরও পড়ুন- তাজমহলে শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালনে আপত্তি, আদালতে হিন্দু মহাসভা

বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে পারবেনা। দিল্লির রাজপথ থেকে কলকাতা রাজপথ পর্যন্ত লড়াই চলবে। আগামিদিন নেত্রী যেমনভাবে বলবেন সেইভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। রবিবার যুবরা এই ধর্না মঞ্চে থাকবে। বিভিন্ন জেলা থেকেও তৃণমূল যুব কংগ্রেস সমার্থকরা ধর্নায় অংশ নেবেন।