রোগীর সঙ্গে দুর্ব্যবহার নার্সের! হাসপাতালে ঢুকে ধমক বিধায়ক অসিত মজুমদারের

বিধায়ক বলেন, নার্স যে কাজ করেছে সেটা খুবই অন্যায় কাজ। কারো ব্যাক্তিগত কাজের জন্য সরকারের বদনাম হবে সেটা বরদাস্ত করা হবে না।

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রোগীর সঙ্গে এক নার্সের দুর্ব্যবহারের অভিযোগ পেয়েই সটান হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার। রীতিমত হাসপাতাল সুপারের ঘরে চেয়ারে পা তুলে বসে তিনি দাবি করেন, যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ তিনি নড়বেন না। শেষ পর্যন্ত স্বাস্থ্য দফতরের নির্দেশে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়ার পর হাসপাতাল ছাড়েন বিধায়ক। তাঁর দাবি, কোনও কর্মীর দোষে সরকারের যেন বদনাম না হয়।

চুঁচুড়া হাসপাতালে শুক্রবার পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন সুমিতা দেবী নামে এক রোগী। তাঁর অভিযোগ, কর্তব্যরত নার্স তাঁকে আয়া না রাখার জন্য স্যালাইন খুলে নেয়। তিনি অভিযোগ জানান বিধায়ক অসিত মজুমদারের কাছে। এরপরই হাসপাতালে উপস্থিত হন বিধায়ক। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। এই বিষয় নিয়ে চুঁচুড়া বিধায়ক পরিষ্কার জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে তিনি হসপিটাল থেকে নড়বেন না। স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে জানাবেন বলেন। বিধায়ক বলেন, নার্স যে কাজ করেছে সেটা খুবই অন্যায় কাজ। কারো ব্যাক্তিগত কাজের জন্য সরকারের বদনাম হবে সেটা বরদাস্ত করা হবে না।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়। স্বাস্থ্য দফতর থেকে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হয়। বিধায়ক জানান সোমবার তাঁর ট্রান্সফার হয়ে যাবে।