Sunday, November 9, 2025

রেড রোডে মর্নিং ওয়াক, জনসংযোগেই শুরু মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিনের ধর্না!

Date:

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে (protest against central deprivation) আম্বেদকর মূর্তির সামনে ৪৮ ঘণ্টার ধর্না কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রী (CM)। আজ দ্বিতীয় দিন। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কর্মী সমর্থকদের জানিয়ে দিয়েছিলেন যে আজ সকাল দশটা থেকে ফের কর্মসূচি শুরু হবে। সেইমতো রাতের পরে সকালেও তৃণমূল কর্মীদের ভিড় জমতে শুরু করে রাজ্যের প্রশাসনিক প্রধানের ধর্না মঞ্চের সামনে।

এদিন সকালে রেড রোডে (Red Road) দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মর্নিং ওয়াকের মাঝেই জনসংযোগ করেন মমতা (Mamata Banerjee)। শনিবারের সকালে রেড রোড থেকে সোজাসুজি ধর্মতলার দিকে অনেকটা রাস্তা হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্কেটবল গ্রাউন্ড এবং ময়দান চত্বরের কাছে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

রাজ্যের প্রাপ্য টাকা দেয়নি কেন্দ্র, উপরন্তু এজেন্সি দিয়ে ক্রমাগত রাজ্য সরকারের বিভিন্ন বিধায়ক মন্ত্রীদের হেনস্থা করার অভিযোগ এনেছে তৃণমূল। দ্বিতীয় দিনের ধর্নায় মূলত ১০০ দিনের কাজের টাকা যারা পাননি সেই বঞ্চিতরা উপস্থিত থাকবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করেছেন। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই দুপুর ১টা থেকে সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলের বসার যাতে কোন সমস্যা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি দেন তিনি।

শুক্রবার CAG রিপোর্টের মিথ্যাচারের প্রসঙ্গ তুলে ধরে বিজেপি সরকারকে একহাত নেন মমতা। তোপ দাগেন কংগ্রেসের বিরুদ্ধেও। তবে ধর্না কর্মসূচি চলাকালীন যাতে প্রশাসনিক কাজের কোনও ক্ষতি না হয় সেই দিকেও সজাগ দৃষ্টি মুখ্যমন্ত্রীর। মঞ্চের পিছনেই দুটি অস্থায়ী অফিস করা হয়েছে। একটি সাংগঠনিক বৈঠকের জন্য, দ্বিতীয়টি প্রশাসনিক কাজের জন্য। শুক্রবার কর্মসূচির মাঝেই পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী। দুই বর্ধমানের জন্য একটি কোর কমিটিও তৈরি করে দেন, বিশেষ দায়িত্ব দেওয়া হয় অরূপ বিশ্বাসকে। আজ সকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল নেতৃত্বদের মঞ্চে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়রা সেখানে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সকাল থেকে দেখা যাচ্ছে। ধর্না মঞ্চ থেকে আজ কী বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেদিকেই সবার নজর থাকবে।


Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version