ছুটির সকালে নতুন মানুষের আগমন গায়ক দুর্নিবারের (Durnibar Saha) পরিবারে। পুত্র সন্তানের জন্ম দিলেন ঐন্দ্রিলা ( ইন্ডাস্ট্রির অন্দরে তিনি মোহর নামেই পরিচিত)। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিয়েছেন শিল্পী, শুভেচ্ছা জানিয়েছেন তাঁর গুণমুগ্ধরা।
গত বছর মার্চ মাসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে (Aindrila Sen) বিয়ে করেন দুর্নিবার সাহা। নবদম্পতিকে নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু যুগলে কোন কিছুকে পাত্তা না দিয়ে নিজেদের সুখী জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কয়েকদিন আগেই মোহরের সাধভক্ষণের ছবিও ভাইরাল হয়। আজ সন্তানের জন্ম হতেই সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার লেখেন, ‘‘আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।’’ এই পোস্টের ক্যাপশনে তিনি ঐন্দ্রিলার উদ্দেশে লিখেছেন, ‘‘তোর জন্য অগণিত তারার আলো…।’’
প্রেমের মাসে সুখবর আসতেই সকাল থেকে টলিপাড়া এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দম্পতি।