Saturday, August 23, 2025

পাক গুপ্তচর গ্রেফতার উত্তরপ্রদেশে, চাকরি করেছেন ভারতীয় দূতাবাসে!

Date:

Share post:

নাম পরিচয় গোপন করে চাকরি করেছেন রাশিয়ার মস্কোর ভারতীয় দূতাবাসে। তদন্তে নেমে রবিবার সেই পাক গুপ্তচরকে গ্রেফতার করল উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ওই এজেন্টকে এদিন উত্তরপ্রদেশের মীরাট থেকে গ্রেফতার করে এটিএস।

এটিএসের তরফে জানানো হয়েছে, ওই পাক গুপ্তচরের নাম সত্যেন্দ্র সিওয়াল। ২০২১ সালে তাঁকে সহকারী নিরাপত্তা আধিকারিকের পদে নিযুক্ত করা হয়। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে এটিএসের কাছে খবর আসে যে, মস্কোর ভারতীয় দূতাবাসে পাকিস্তানের গুপ্তচর হিসাবে কাজ করছেন এক জন। তার পরই তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সত্যেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সন্তোষজনক উত্তর দিতে পেরেননি তিনি। পরে ওই ব্যক্তি স্বীকার করে নেন তিনি পাকিস্তানের গুপ্তচর। অর্থের বিনিময়ে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাচার করতেন তিনি। এর পাশাপাশি দূতাবাসের দৈনন্দিন কাজ এবং ভারতীয় সেনা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য জোগানো হত পাক গুপ্তচর সংস্থাটিকে। তদন্তে এ-ও উঠে আসে, প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রকের গোপনীয় তথ্য আইএসআই ‘হ্যান্ডলার’দের হাতে তুলে দিতেন সত্যেন্দ্র নামের ওই যুবক।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হাপুর জেলার শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। তাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর এটিএসের দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাঁকে গ্রেফতার করে এটিএস। উল্লেখ্য, এর আগে গত অগাস্ট মাসেও মীরাট থেকে এক আইএসআই এজেন্টকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স।

spot_img

Related articles

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...