Sunday, November 9, 2025

লাফিয়ে বাড়ল সম্পত্তির পরিমাণ, বিশ্বে ধনীদের তালিকায় চতুর্থ স্থানে জুকারবার্গ

Date:

কিছুদিন আগেও খারাপ সময় ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী। নিজের কোম্পানিতে লোকসান থেকে শুরু করে ব্যক্তিগত আয়ের নিরিখেও বেশ খারাপ অবস্থাতেই ছিলেন। এরপর ২০২২ সালের শেষের দিকে তাঁর সম্পত্তি একেবারে তলানিতে পৌঁছয়। কিন্তু তিনি হাল ছাড়েননি। ধীরে ধীরে তাঁর সংস্থা মেটার হাত ধরে ফের বিশ্বের ধনীদের তালিকায় তালিকায় প্রথম স্থানে উঠে এলেন মার্ক জুকারবার্গ (Mark Zukerberg)। সূত্রের খবর, ২০২২ সালের শেষ দিকে জুকারবার্গের সম্পত্তি নেমে গিয়েছিল মাত্র ৩ হাজার ৫০০ কোটি ডলারে। কিন্তু এরপর থেকেই ফেসবুক মেটা (Meta) ঘুরে দাঁড়াতেই ফেলেফেঁপে ওঠে জুকারবার্গের সম্পত্তি (Property)।

ব্লুমবার্গ বিলিনিয়র ইনডেক্সের রিপোর্টে সাফ জানানো হয়েছে, বর্তমানে মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০ কোটি ডলার। এর ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। পিছনে ফেলেছেন বিল গেটসকেও। তবে ব্যক্তিগতভাবে মার্ক জুকারবার্গ আগে কখনোই এত সম্পত্তির মালিক ছিলেন না। কিন্তু ২০২৪ সালের শুরুতেই এল সুখবর। আগামী মার্চ মাস থেকে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে চলেছে মেটা। সেখান থেকেই বছরে প্রায় ৭০ কোটি ডলার পাবেন জুকারবার্গ। তবে এই প্রথম নয়, এর আগেও গত বছরের এপ্রিল মাসে একদিনে ১০ বিলিয়ন ডলার আয় করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন জুকারবার্গ। রিপোর্ট অনুসারে, শেয়ারবাজারে মেটার মূল্য ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে যাওয়ায় একদিনেই ১০ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে গিয়েছিল জুকারবার্গের। আর সেই সুবাদেই মুকেশ আম্বানিকে সরিয়ে বিশ্বের ধনীদের তালিকায় ১২ নম্বরে উঠে এসেছিলেন জুকারবার্গ। সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮ হাজার ৭৩০ কোটি ডলার।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version