Saturday, May 3, 2025

রামমন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! গেরুয়া ‘ষড়যন্ত্রে’ বিপাকে কংগ্রেস নেতার মেয়ে

Date:

রামমন্দির (Ram Mandir) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের জের! আর তার খেসারত যে এত ভয়ানক হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ারের (Manishankar Iyer) মেয়ে। এবার সেই ‘দোষেই’ সুরণ্যার (Suranya) বিরুদ্ধে থানায় দায়ের লিখিত অভিযোগ। শনিবারই দিল্লির সাইবার ক্রাইম থানায় এফআইআর (FIR) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা অজয় আগরওয়াল। তাঁর অভিযোগ, গত ২০ জানুয়ারি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রামমন্দির উদ্বোধন নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন সুরণ্যা। আর এমন ঘটনা সামনে আসতেই বিজেপিকে কড়া জবাব বিরোধীদের। তাঁদের অভিযোগ, লোকসভা ভোটের আগেই রামমন্দিরের নামে মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ করছে বিজেপি। গেরুয়া শিবির দেখাতে চাইছে রামের উপর শুধুমাত্র তাঁদেরই অধিকার। তবে ভোটের আগে এসব করে লাভের লাভ কিছুই হবে না। দেশের মানুষ সব দেখছেন, সব বুঝছেন।

সূত্রের খবর, গত ২০ জানুয়ারি সুরণ্যা সোশাল মিডিয়ায় লেখেন, “আজকের দিনটা আমি উপবাস করব রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রতিবাদে। এই উপবাস শুধু মুসলিম ভাইবোনেদের প্রতি সহমর্মিতা দেখাতেই।” আর এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায়। এরপরই তড়িঘড়ি জাঙ্গিপুরার আবাসন ছাড়ার নির্দেশ দেওয়া হয় প্রবীণ এই কংগ্রেস নেতার মেয়েকে। পাশাপাশি আবাসনের তরফেও সাফ জানানো হয়, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সম্মতিতে রামমন্দির ৫০০ বছর পর নির্মিত হচ্ছে। তারপরও আপনাদের মতো শিক্ষিত পরিবারের মানুষ এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন! যার জবাবে একটি ভিডিও পোস্ট করে সুরণ্যা জানান,ওই আবাসন কর্তৃপক্ষ যে কলোনির, সেখানে নাকি তিনি বসবাসই করেন না। তবে মামলাকারী বিজেপি নেতার অভিযোগ, শুধুমাত্র ২০ জানুয়ারিই নয়, ওই সময়ে রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছিলেন তিনি। গোটা পোস্টটি খতিয়ে দেখেই ১৫৩-এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অনান্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সুরণ্যা।

 

 

Related articles

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...
Exit mobile version