ভগবান কৃষ্ণের সঙ্গে মোদির তুলনা রাজ্যপালের! কুণাল বললেন, চেয়ার রাখতে তৈলমর্দন

আনন্দ বোসের দাবি, মহাভারতে অর্জুনের রথ যেভাবে অক্ষত রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক একইভাবে ভারতকেও নাকি রক্ষা করে চলেছেন মোদি

তৈল মর্দনের একটি সীমা আছে, সেই সীমাও অতিক্রম করেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টানলেন রাজ্যপাল। এক অনুষ্ঠানে যোগ দিয়ে মহাভারতের প্রসঙ্গ তুলে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মোদির তুলনা করেন তিনি।

আনন্দ বোসের দাবি, মহাভারতে অর্জুনের রথ যেভাবে অক্ষত রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক একইভাবে ভারতকেও নাকি রক্ষা করে চলেছেন মোদি।

রাজ্যপালের মুখে এমন কথা শুনে রাজন মহলে শোরগোল
পড়ে গিয়েছে। খুব স্বাভাবিভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের এমন হাস্যকর মন্তব্যে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমরা আগেও বলেছিলাম যে ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, এবার নিজেই পরোক্ষে সেটা স্বীকার করে নিলেন। নিজের চেয়ারটা অক্ষত রাখার জন্য রাজ্যপাল অকারণ তেলবাজি করছেন। নিজের কাজটা নিজে করুন। ওনাকে যে বিজেপি পাঠিয়েছে, সেটা কারও অজানা নয়।”