Saturday, November 8, 2025

প্রতীক্ষার অবসান, টেস্ট ক্রিকেটে শতরান শুভমনের, ইংল্যান্ডের লক্ষ্য ৩৯৮

Date:

অবশেষে প্রতিক্ষার অবসান। ব্যাটে রান পেলেন শুভমন গিল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন শুভমন গিল। এদিন শুভমনের ব্যাটে ভর করে বড় রানের সামনে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন। শুভমনে ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলল টিম ইন্ডিয়া। ৩৯৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

গত এক বছরে টেস্টে শতরান করতে পারেননি শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর মার্চে শতরান করেছিলেন। সেই মার্চের পর এদিন এল টেস্টে শুভমনের শতরান। তৃতীয় শতরান এটি শুভমনের। শুধু শতরানই নয়, ১২টি ইনিংস পর টেস্টে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। প্রায় এক বছর পর এই রবিবার লাল বলে ৫০ রানের গণ্ডি পার করলেন শুভমন। এদিন করলেন শতরান। ১৪৭ বলে ১০৪ রান করে আউট হন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে রানের পাহাড় গড়লেও, টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার উঠছিল প্রশ্ন। গত কয়েক মাস ধরে তাঁকে কটাক্ষ হজম করতে হয়েছে। এমনকি প্রথম ইনিংসে সেট হয়ে আউট হতেই শুভমনের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। স্পষ্ট বলেছিলেন, “মানলাম এই দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলার যোগ্য সেটা প্রমাণ করার জন্য সময় দিতে হবে। তবে তাই বলে খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। শুভমানকেও সেটা মেনে নিতে হবে। মনে রাখতে হবে চেতেশ্বর পূজারা কিন্তু অপেক্ষা করছে। ও রনজি ট্রফিতে ভালো ফর্মে রয়েছে।”

আরও পড়ুন- ‘খারাপ রেফারিং-এর কারণেই তিন পয়েন্ট পেলাম না’, ডার্বি ড্রয়ের পর বললেন কুয়াদ্রাত


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version