Friday, August 22, 2025

গণবিবাহের ভুয়ো আয়োজন, টাকার লোভে মিথ্যে বিয়ের নাটক উত্তরপ্রদেশে!

Date:

বিয়ের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রশাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! বিয়ে নিয়ে দুর্নীতি উত্তরপ্রদেশে (Uttarpradesh) । কাঠগড়ায় যোগীরাজ্যের সরকারি আধিকারিকরা। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। ভাইরাল ক্লিপিংসে (ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ) দেখা যায় ‘বর’ ছাড়াই বিয়ের পিড়িতে সারি সারি ‘কনে’। গাঢ় কমলা রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গণবিবাহের (Mass Marriage) আসরে নিজেরাই নিজেদের গলায় মালা পরাচ্ছিলেন। এটা কী ধরনের বিয়ে, প্রশ্ন উঠতে শুরু করেছিল নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে স্থানীয় প্রশাসন। আর তারপরেই জানা যায়, সরকারি টাকা পাওয়ার লোভে মিথ্যে বিয়ের নাটক হল যোগীরাজ্যে (Adityanath Yogi State)।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়ো গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আদৌ কারও বিয়ে হয়নি সেখানে। এমনকি মহিলাদের ভিড়ে শাড়ি পরে অনেক পুরুষও ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল। সরকারের তরফে প্রতি যুগলের ৫১ হাজার টাকা করে ধার্য করা হয়েছিল। বিয়ে সম্পন্ন হলে ৩৫ হাজার টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়। এছাড়া প্রায় দশ হাজার টাকার বেশি বর কনের প্রাপ্য বলে ঘোষণা করা হয়। উপহার আর সরকারি টাকার লোভেই মিথ্যে বিয়ের নাটক বলে জানা যাচ্ছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে এত বড় একটা চক্রান্ত কি সরকারি আধিকারিকদের অজান্তেই ঘটে গেল নাকি তারা সব জেনেই এই আর্থিক দুর্নীতিতে সামিল? আট জন মহিলা সহ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীর কুমার যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত আছেন তার তদন্ত শুরু হয়েছে।


Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version