Saturday, May 3, 2025

১) যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বিতে নেমেছিলো ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচের ফলাফল থাকে ২-২ গোলে ড্র। এগিয়ে থেকেও সবুজ-মেরুনের বিরুদ্ধে ড্র করে লাল-হলুদ। এই ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিস্ফোরক বাগান কোচ হাবাস। সঙ্গে হুগো বৌমাসকে নিয়েও দিলেন না কিছু উত্তর।

২) জেতা ম্যাচে পয়েন্ট ভাগ করে ফেরে কার্লোস কুয়াদ্রাতের দল। আর এর ফলে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ। বাগান কোচের মতন তিনিও প্রশ্ন তুললেন রেফারিং নিয়ে। তাঁর মতে, আগেই নন্দকুমারকে ফাউল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। ফলে সেটি পরিষ্কার ফাউল। পাশাপাশি জানালেন, এই ম্যাচ থেকে তাঁরাই তিন পয়েন্টের আসল দাবিদার ছিলেন। খারাপ রেফারিং-এর কারণে তা পেলাম না।

৩) কাজে এলো না অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হারলো বাংলা দল। এই হারের ফলে নক-আউটে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল বঙ্গ ব্রিগেডের সামনে। রঞ্জিট্রফির ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই তোলে ৪১২ রান। তার বদলে বাংলা প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। ফলো অন করায় মুম্বই। ২১৩ রান দরকার ছিল ফলো অন বাঁচানোর জন্য। কিন্তু ৪ রান বাকি থাকতেই ইনিংসে হেরে যায় বঙ্গ ব্রিগেড।

৪) ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

৫) অবশেষে প্রতিক্ষার অবসান। ব্যাটে রান পেলেন শুভমন গিল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন শুভমন গিল। এদিন শুভমনের ব্যাটে ভর করে বড় রানের সামনে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন।

আরও পড়ুন – ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন গিল?

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version