Thursday, August 28, 2025

১) যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বিতে নেমেছিলো ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচের ফলাফল থাকে ২-২ গোলে ড্র। এগিয়ে থেকেও সবুজ-মেরুনের বিরুদ্ধে ড্র করে লাল-হলুদ। এই ম্যাচ শেষে রেফারিং নিয়ে বিস্ফোরক বাগান কোচ হাবাস। সঙ্গে হুগো বৌমাসকে নিয়েও দিলেন না কিছু উত্তর।

২) জেতা ম্যাচে পয়েন্ট ভাগ করে ফেরে কার্লোস কুয়াদ্রাতের দল। আর এর ফলে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ। বাগান কোচের মতন তিনিও প্রশ্ন তুললেন রেফারিং নিয়ে। তাঁর মতে, আগেই নন্দকুমারকে ফাউল করেছিলেন সাহাল আব্দুল সামাদ। ফলে সেটি পরিষ্কার ফাউল। পাশাপাশি জানালেন, এই ম্যাচ থেকে তাঁরাই তিন পয়েন্টের আসল দাবিদার ছিলেন। খারাপ রেফারিং-এর কারণে তা পেলাম না।

৩) কাজে এলো না অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলের দুরন্ত ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হারলো বাংলা দল। এই হারের ফলে নক-আউটে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল বঙ্গ ব্রিগেডের সামনে। রঞ্জিট্রফির ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই তোলে ৪১২ রান। তার বদলে বাংলা প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। ফলো অন করায় মুম্বই। ২১৩ রান দরকার ছিল ফলো অন বাঁচানোর জন্য। কিন্তু ৪ রান বাকি থাকতেই ইনিংসে হেরে যায় বঙ্গ ব্রিগেড।

৪) ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

৫) অবশেষে প্রতিক্ষার অবসান। ব্যাটে রান পেলেন শুভমন গিল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন শুভমন গিল। এদিন শুভমনের ব্যাটে ভর করে বড় রানের সামনে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন।

আরও পড়ুন – ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে কী বললেন গিল?

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version