Wednesday, November 12, 2025

নজরে লোকসভা: শিশুদের নিয়ে কড়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের

Date:

শিশুদের নিয়ে লোকসভা নির্বাচনের কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কোনও ভাবেই নির্বাচনের কাজে কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কমিশন। ২০১৬ সালের আইন মেনেই এই নির্দেশিকা জারি কমিশনের।

সোমবার, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভোটের সঙ্গে সম্পর্কিত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে সামিল হতে পারবে না শিশুরা। মিছিলে হাঁটা, পোস্টার বিলি, স্লোগান দেওয়া- কিছুতেই রাখা যাবে না শিশুদের। নির্বাচন সংক্রান্ত কোনও বৈঠকে থাকতে পারবে না শিশুরা। সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের কোলে বা গাড়িতে করেও কোনও নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া যাবে না। প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশু উপস্থিত থাকে, সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না। সেটি প্রচারের অঙ্গ হিসেবে গণ্য করা হবে না।

প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে। নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। নির্দেশ মানা না হলে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে কমিশন।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version