Thursday, August 21, 2025

শিশুদের নিয়ে লোকসভা নির্বাচনের কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কোনও ভাবেই নির্বাচনের কাজে কোনও শিশুকে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কমিশন। ২০১৬ সালের আইন মেনেই এই নির্দেশিকা জারি কমিশনের।

সোমবার, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভোটের সঙ্গে সম্পর্কিত কোনও কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। প্রচারে সামিল হতে পারবে না শিশুরা। মিছিলে হাঁটা, পোস্টার বিলি, স্লোগান দেওয়া- কিছুতেই রাখা যাবে না শিশুদের। নির্বাচন সংক্রান্ত কোনও বৈঠকে থাকতে পারবে না শিশুরা। সব রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, শিশুদের কোলে বা গাড়িতে করেও কোনও নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া যাবে না। প্রচারে ব্যবহৃত কোনও কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। তবে কোনও রাজনৈতিক নেতার সভায় যদি বাবা, মায়ের সঙ্গে শিশু উপস্থিত থাকে, সে ক্ষেত্রে তাতে কোনও বাধাও থাকবে না। সেটি প্রচারের অঙ্গ হিসেবে গণ্য করা হবে না।

প্রচারের সময়ে শিশুশ্রম প্রতিরোধ আইন, ১৯৮৬ (সিএলপিআর) মেনে চলতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে। নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিককেও শিশুদের ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। নির্দেশ মানা না হলে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশিকায় জানিয়েছে কমিশন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version