Friday, November 7, 2025

কেন হেমন্তকে গ্রেফতার? ইডিকে দ্রুত জবাব দিতে নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

কেন গ্রেফতার (Arrest) করা হল ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren)? সোমবার সরাসরি সেই প্রশ্নের জবাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) থেকে চেয়ে পাঠাল ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)। আগামী ৪ দিনের মধ্যে ইডিকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশ মেনেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত সোরেন। এবার সেই মামলায় ইডির কাছে জবাব তলব উচ্চ আদালতের। ঝাড়খণ্ড হাই কোর্ট সূত্রে খবর, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ইডি হেমন্তকে গ্রেফতারির কারণ দেখিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে। এই মামলার পরবর্তী আগামী ১২ ফেব্রুয়ারি।

গ্রেফতারির পর ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ঝাড়খণ্ড হাই কোর্টের দ্বারস্থ হলেও পরে তা প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন হেমন্ত। এরপরই শীর্ষ আদালত সেই মামলা হাই কোর্টে ফিরিয়ে দিয়ে সাফ জানায়, আগে উচ্চ আদালতে আবেদন জানাতে হবে হেমন্তকে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্টভাষায় বলে, উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতায় কোনওভাবেই হস্তক্ষেপ করবে না তারা। এরপরই মামলা ফেরে ঝাড়খণ্ড হাই কোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল। আর এদিন সওয়াল জবাব শেষে ইডির কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠাল হাই কোর্ট। এদিকে সোমবারই ঝাড়খণ্ড বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মরিয়া নয়া মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন। সকাল থেকেই আস্থা ভোটের পাশাপাশি কোর্টের নির্দেশে এখন হেমন্তকে গ্রেফতারের পিছনে ইডি কী যুক্তি সামনে আনে সেটাই এখন দেখার।

এদিকে গ্রেফতারির সময় হেমন্ত ইডির বিরুদ্ধে হেনস্থা এবং আদিবাসী সম্প্রদায়কে অপমানের অভিযোগ তুলে একটি এফআইআর করেন। সেই এফআইআরকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে ঝাড়খণ্ড হাই কোর্টে পাল্টা মামলা করেছে ইডি। জমি জালিয়াতি মামলায় গত বুধবার রাঁচির বাসভবনে ম্যারাথন তল্লাশির পর হেমন্তকে গ্রেফতার করে ইডি। এরপরই কোনও প্রমাণ ছাড়া রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ইডির পদক্ষেপের বিরুদ্ধে সরব ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় অংশ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হেমন্ত।

 

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...