Wednesday, November 5, 2025

বাংলায় শিল্পায়নে মাইনস্টোন, বিপুল অঙ্কের বিনিয়োগে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা ইস্কোর

Date:

৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা গড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো। সাম্প্রতিককালে এত বিশাল অঙ্কের বিনিয়োগের কথা জানা যায়নি। নতুন এই কারখানা হলে কমপক্ষে ৪ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। কাজ পাবেন আরও অন্তত ৫ হাজার চুক্তিভিত্তিক শ্রমিকও। কারখানার (Factory) উৎপাদন-ক্ষমতা হবে ৪ মিলিয়ন টন। বাংলায় শিল্পায়নে উল্লেখযোগ্য মাইনস্টোন এই বিশাল অঙ্কের বিনিয়োগ। ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAI) বোর্ডের সবুজসঙ্কেত মিলেছে। গৃহীত হয়েছে ডিপিআরও বা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পায়ন ও কর্ম সংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নেতৃত্বে রাজ্যে শিল্পায়নে যে দৃষ্টান্তমূলক অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই এই বিশাল বিনিয়োগ হয়েছে। নতুন কারখানা তৈরি হলে অনুসারি শিল্প গড়ে ওঠার পথও মসৃণ হবে।

সংস্থা সূত্রে খবর, কারখানা (Factory) গড়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এ বছরেই। আগামী বছরই কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ-সুরক্ষার উপরে। প্রস্তাবিত কারখানাটি গড়ে উঠবে ইস্কো ও বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে। ২০২৮ এর মধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশাপ্রকাশ। নতুন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা পুরনোটির তুলনায় অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে উৎপাদন হবে ৭ মিলিয়ন টন। শিল্পবিশেষজ্ঞদের মতে, একসঙ্গে এত বিশাল অঙ্কের বিনিয়োগ রাজ্যে আগে হয়নি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version