Thursday, August 21, 2025

অধীরবাবুকে দেখে কষ্ট হয়: জোট নিয়ে টানাপোড়েনের মাঝেই খোঁচা মোদির

Date:

ইন্ডিয়া জোট নিয়ে টানাপোড়েন চলছে। কংগ্রেসের দাদাগিরিতে ক্ষুব্ধ একের পর এক আঞ্চলিক দল। বাংলায় অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের জেরেই লোকসভায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এহেন পরিস্থিতির মাঝেই এবার সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করার পাশাপাশি কটাক্ষ করলেন অধীররঞ্জন চৌধুরীকে। জানালেন, “অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাঁকে পরিবারতন্ত্রের পুজো করতে হচ্ছে।”

সোমবার রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণের অধিকাংশটা জুড়েই কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেন নরেন্দ্র মোদি। কখনও পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি অধীর-রাহুলকে নিশানা করে প্রধানমন্ত্রীর বলেন, “অধীরবাবুকে দেখে আমার কষ্ট হয়। পরিবারতন্ত্রের পুজো করতে হয় তাঁকে। কংগ্রেসে কোনও প্রতিভাবানদের স্থান নেই। একটা পরিবার দলের সব সিদ্ধান্ত নেয়।” পাশাপাশি নাম না করে রাহুল গান্ধীকে মোদির খোঁচা, “একই প্রোডাক্ট বার বার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা ঝোলার পরিস্থিতি এসে গিয়েছে।” একইসঙ্গে তিনি বলেন, “১০ বছরে ভালো বিরোধী হওয়ার সুযোগ ছিল তাদের হাতে। বহু নতুন মুখ ছিল। কিন্তু তাদের উঠে আসতে দেয়নি ওরা (কংগ্রেস)। কারণ নতুনরা উঠলে ওরা ঝাপসা হয়ে যেত। তাই নিজের জায়গা ছাড়েনি ওরা।”

পাশাপাশি চড়া সুরে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমি দেশের মেজাজ দেখে বলছি, এনডিএ তো ৪০০ পার করবে। আর ভারতীয় জনতা পার্টিকে ৩৭০ সিট অবশ্যই দেবে জনগণ।” এরসঙ্গেই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ, “আপনাদের এই দীর্ঘ দিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই। আপনারা যে ভাবে বহু দশক ধরে সরকারে বসেছিলেন, একই ভাবে আপনারা বিরোধী দলে বসার সংকল্প করেছেন। জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।”

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version