Wednesday, May 7, 2025

জলজীবন মিশনের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) তিনি জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি কেনা-সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা খরচ করতে হয় রাজ্যকে। অথচ প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। পাশাপাশি, এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন।

জলজীবন মিশন প্রকল্পে বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তীকালে সংস্কার পুরোটাই করতে হয় রাজ্যকে। কেন্দ্রের সমপরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেও। এই নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গত শুক্রবার বাংলার জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য সমান সমান অংশীদার। ফলে রাজ্যকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। ১৫ দিনের মধ্যে সেই টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্র। এই নিয়েই প্রবল উষ্মা প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্রেফ বাংলার বকেয়া ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্না মঞ্চ থেকেও বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোট ১১০০-রও বেশি নতুন পদ সৃষ্টি করা হবে। যার মধ্যে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৩২৪টি, জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে ২৪টি, স্টাফ নার্স ৪০৫টি, গ্রেড-২ তে সিনিয়র পাবলিক হেলথ নার্স ৩৫৮টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।

Related articles

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...
Exit mobile version