Sunday, November 9, 2025

জলজীবন মিশনের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) তিনি জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি কেনা-সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা খরচ করতে হয় রাজ্যকে। অথচ প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। পাশাপাশি, এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন।

জলজীবন মিশন প্রকল্পে বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তীকালে সংস্কার পুরোটাই করতে হয় রাজ্যকে। কেন্দ্রের সমপরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেও। এই নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গত শুক্রবার বাংলার জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য সমান সমান অংশীদার। ফলে রাজ্যকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। ১৫ দিনের মধ্যে সেই টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্র। এই নিয়েই প্রবল উষ্মা প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্রেফ বাংলার বকেয়া ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্না মঞ্চ থেকেও বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোট ১১০০-রও বেশি নতুন পদ সৃষ্টি করা হবে। যার মধ্যে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৩২৪টি, জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে ২৪টি, স্টাফ নার্স ৪০৫টি, গ্রেড-২ তে সিনিয়র পাবলিক হেলথ নার্স ৩৫৮টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।

Related articles

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version