Saturday, November 8, 2025

রেশন মামলায় আদালতের অনুমতি ছাড়া চার্জশিট নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

রেশন মামলায় নয়া মোড়। সিবিআইকে দিয়ে তদন্ত করতে চায় ইডি। এই মর্মে সোমবার হাই কোর্টে আর্জি জানালো ইডি। রাজ্যের হাতে ছয়টি মামলা আছে। সবকটি মামলার হলফনামা ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রেশনকাণ্ডে রাজ্যের আর কোনও থানায় মামলা দায়ের হয়েছে কিনা সেটাও জানাতে হবে।এরই সঙ্গে পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।কলকাতা হাই কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে ছটি মামলার কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্ত গুলি এখনও চলছে সেগুলিতে হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না।

এদিন আদালতে ইডি জানিয়েছে, রেশন কাণ্ডে মোট ২ হাজার কোটি টাকা দুবাই পাচার হয়েছে সীমান্ত দিয়ে। বিচারপতি এদিন জানতে চান, কতগুলি তদন্ত এখনও বাকি আছে? ইডির দাবি, গত বছর ১১ ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা সেটা জানতে চাওয়া হয়েছিল।আমরা নতুন করে তদন্ত চাই সিবিআইকে দিয়ে। ইডি আদালতে আরও জানিয়েছে, রেশন বিষয়ক যে মামলাগুলি রাজ্য পুলিশের তদন্তের আওতায় ছিল, তা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ইডির এই দাবির বিরোধিতা করে রাজ্য জানায়, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। একটা এজেন্সি চাইছে অন্য একটা এজেন্সি তদন্ত করুক, এটা হয় না।এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্ত কোনওদিন তদন্ত সংস্থা ঠিক করতে পারে না। এদিন রাজ্য জানায়, রেশন দুর্নীতি নিয়ে মোট ৫ টি মামলায় চার্জশিট হয়েছে। একটায় ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। রাজ্য হলফনামা দিতে চায়।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রেশন মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি। ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান ছাড়াও ১০টি কোম্পানির উল্লেখ করা হয় সেই চার্জশিটে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version