Sunday, May 4, 2025

রেশন মামলায় নয়া মোড়। সিবিআইকে দিয়ে তদন্ত করতে চায় ইডি। এই মর্মে সোমবার হাই কোর্টে আর্জি জানালো ইডি। রাজ্যের হাতে ছয়টি মামলা আছে। সবকটি মামলার হলফনামা ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রেশনকাণ্ডে রাজ্যের আর কোনও থানায় মামলা দায়ের হয়েছে কিনা সেটাও জানাতে হবে।এরই সঙ্গে পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।কলকাতা হাই কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে ছটি মামলার কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্ত গুলি এখনও চলছে সেগুলিতে হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না।

এদিন আদালতে ইডি জানিয়েছে, রেশন কাণ্ডে মোট ২ হাজার কোটি টাকা দুবাই পাচার হয়েছে সীমান্ত দিয়ে। বিচারপতি এদিন জানতে চান, কতগুলি তদন্ত এখনও বাকি আছে? ইডির দাবি, গত বছর ১১ ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা সেটা জানতে চাওয়া হয়েছিল।আমরা নতুন করে তদন্ত চাই সিবিআইকে দিয়ে। ইডি আদালতে আরও জানিয়েছে, রেশন বিষয়ক যে মামলাগুলি রাজ্য পুলিশের তদন্তের আওতায় ছিল, তা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ইডির এই দাবির বিরোধিতা করে রাজ্য জানায়, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। একটা এজেন্সি চাইছে অন্য একটা এজেন্সি তদন্ত করুক, এটা হয় না।এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্ত কোনওদিন তদন্ত সংস্থা ঠিক করতে পারে না। এদিন রাজ্য জানায়, রেশন দুর্নীতি নিয়ে মোট ৫ টি মামলায় চার্জশিট হয়েছে। একটায় ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। রাজ্য হলফনামা দিতে চায়।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রেশন মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি। ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান ছাড়াও ১০টি কোম্পানির উল্লেখ করা হয় সেই চার্জশিটে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version