Thursday, August 21, 2025

বাংলায় শিল্পায়নে মাইনস্টোন, বিপুল অঙ্কের বিনিয়োগে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা ইস্কোর

Date:

৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা গড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো। সাম্প্রতিককালে এত বিশাল অঙ্কের বিনিয়োগের কথা জানা যায়নি। নতুন এই কারখানা হলে কমপক্ষে ৪ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। কাজ পাবেন আরও অন্তত ৫ হাজার চুক্তিভিত্তিক শ্রমিকও। কারখানার (Factory) উৎপাদন-ক্ষমতা হবে ৪ মিলিয়ন টন। বাংলায় শিল্পায়নে উল্লেখযোগ্য মাইনস্টোন এই বিশাল অঙ্কের বিনিয়োগ। ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAI) বোর্ডের সবুজসঙ্কেত মিলেছে। গৃহীত হয়েছে ডিপিআরও বা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পায়ন ও কর্ম সংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নেতৃত্বে রাজ্যে শিল্পায়নে যে দৃষ্টান্তমূলক অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই এই বিশাল বিনিয়োগ হয়েছে। নতুন কারখানা তৈরি হলে অনুসারি শিল্প গড়ে ওঠার পথও মসৃণ হবে।

সংস্থা সূত্রে খবর, কারখানা (Factory) গড়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এ বছরেই। আগামী বছরই কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ-সুরক্ষার উপরে। প্রস্তাবিত কারখানাটি গড়ে উঠবে ইস্কো ও বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে। ২০২৮ এর মধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশাপ্রকাশ। নতুন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা পুরনোটির তুলনায় অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে উৎপাদন হবে ৭ মিলিয়ন টন। শিল্পবিশেষজ্ঞদের মতে, একসঙ্গে এত বিশাল অঙ্কের বিনিয়োগ রাজ্যে আগে হয়নি।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version