Saturday, January 10, 2026

শপথ নিলেও স্বস্তি নেই! সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে আস্থাভোটে চম্পাই, আজই ফয়সালা?  

Date:

Share post:

শপথগ্রহণের ১০ দিনের মধ্যে যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে সেটা আগেভাগেই জানিয়েছিলেন রাজ্যপাল (Governor)। আর সেই মতোই সোমবার সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে আস্থা ভোটের মাধ্যমে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও সময় যত গড়াচ্ছে ঝাড়খণ্ড বিধানসভায় (Jharkhand Assembly) চাপ বাড়ছে চম্পাই সোরেনের (Champai Soren)। এবার সংখ্যাগরিষ্ঠতা মিললে তবেই চম্পাইয়ের সরকার ঝাড়খণ্ডের স্থায়ী সরকার হবে। এদিকে সোমবার আস্থা ভোটে যোগ দিতে পারেন ধৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে। আর যাকে কেন্দ্র করেই এত রাজনৈতিক পালাবদল। এর মাঝেই আস্থা ভোটে যোগ দিতে চেয়ে রাঁচির বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হেমন্ত। আদালত তাঁকে অনুমতি দিয়েছে।

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৪১। ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মোট বিধায়ক সংখ্যা ৪৭। এছাড়া বিজেপির ২৫ জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের তিন জন এনসিপি এবং সিপিআই (এমএল)-এর এক জন করে বিধায়ক রয়েছেন। সিপিআই (এমএল) সমর্থন রয়েছে শাসক জোটের পক্ষে। তিন জন নির্দল বিধায়কও রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায়। এমন পরিস্থিতিতে চাম্পই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের দিনেই শুক্রবার রাতে শাসক জোটের ৩৭ জন বিধায়ককে রাঁচি থেকে হায়দরাবাদের বিমানে তুলে দেওয়া হয়েছিল। সেখানে রিসর্টে ছিলেন ওই বিধায়কেরা। পরে রবিবার আবার রাঁচিতে ফিরে এসেছেন তাঁরা। সোমবার আস্থা ভোটে অংশ নেবেন তাঁরাও।

তবে সময় গড়ালেও যতক্ষণ না কিছু একটা সমাধান বেরচ্ছে চিন্তা পিছু ছাড়ছে না নতুন মুখ্যমন্ত্রীর। এখনও বিজেপির ঘোড়া কেনাবেচার আশঙ্কায় সাবধানে পা ফেলছেন তিনি। জমি জালিয়াতি মামলায় গত বুধবার প্রায় সাত ঘণ্টা হেমন্তের রাঁচীর বাসভবনে তল্লাশি চালায় ইডি। রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগেই রাজভবনে গিয়ে হেমন্ত ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। তারপর শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন চম্পাই সোরেন।

 

 

 

 

spot_img

Related articles

চিন-রাশিয়াকে প্রতিবেশী হিসেবে চান না! গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি ট্রাম্পের

রাশিয়া, চিনকে গ্রিনল্যান্ড দখল করার সুযোগ দেওয়া যাবে না। আর সেই কারণে তড়িঘড়ি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড...

IND vs NZ ODI: দলে ফিরছেন শ্রেয়স, পরীক্ষা গিলের, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল(India Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনে সিরিজ দিয়েই ২০২৬ সালের অভিযান...

মে মাস পর্যন্ত রেড নয়! ১২ বছরে উড়ান দিতে না পারা বিজেপির সভাপতির বার্তা

আদতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ও নির্বাচন কমিশনের সহযোগিতা ছাড়া যে বিজেপি বাংলায় ভোটার খুঁজে পাবে না, স্পষ্ট হয়ে...

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...