Thursday, November 13, 2025

বিলম্বিত বোধোদয়! রাজ্যের AG-কে ডেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, “বন্ধু ক্ষমা করে দিও“

Date:

বিতর্কিত মন্তব্যের জেরে ক্রমাগত নিন্দা-সমালোচনায় এবার ‘বিলম্বিত বোধোদয়’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)। “বন্ধু ক্ষমা করে দিও“- রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্তকে (Kishor Dutta) বললেন বিচারপতি। পাল্টা সৌজন্য দেখিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনিও বলেন, এই ঘটনার প্রেক্ষিতে তিনি যা মন্তব্য করেছিলেন, তাও তাঁর করা উচিত হয়নি।

মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় কিশোর দত্ত (Kishor Dutta) সম্পর্কে অনেক কটু মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনজীবীদের মাধ্যমে সেই কথা শুনে, পাল্টা প্রতিক্রিয়া দেন এজি-ও। এই ঘটনা নিয়ে আদালতে ও বাইরে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোরের কাছে ক্ষমা চাইলেন বিচারপতি। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তাঁর এজলাসে কিশোর দত্তকে ডেকে বিচারপতি বলেন, “কয়েক দিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি। আমি আপনাকে বহু বছর ধরে চিনি। প্রায় ৩৭ বছর হবে আমাদের পরিচয়। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। আমি খুবই দুঃখিত।“ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায়, “সে দিন রাগের মাথায় আমি অনেক কিছু বলেছি। আপনার উদ্দেশে কিছু বলার মানসিকতা আমার ছিল না। বারের আইনজীবীদের সকলের তা জানা উচিত। আমি আমার বন্ধুর কাছে ক্ষমাপ্রার্থী।“ এরপরেই এজি-র উপকারের কথা স্মরণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলেন, “আপনারা জানেন না কিশোর আমার কত উপকার করেছে। এমনও হয়েছে কিশোর এবং আমার আরেক বন্ধু না থাকলে আমি মরেই যেতাম!“

পাল্টা AG বলেন, “আমিও তো ওই দিন অনেক কিছু বলেছিলাম। না বলাই উচিত ছিল।“ শুনে বিচারপতি বলেন, এজি যা শুনেছেন সেই অনুযায়ীই মন্তব্য করেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথায়, “কিশোর, আমি, জয়মাল্য-সহ আরও কয়েকজন এক সঙ্গে ঘুরে বেড়াতাম। আমাদের বন্ধুত্ব বহুদিনের।’’

আরও পড়ুন: ক্যাগের রিপোর্ট নিয়ে বিধানসভায় শাসক বিরোধী দ্বৈরথ তুঙ্গে

বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এই কথার পরেই, ওয়াকিবহল মহলের মতে, এটা বিলম্বিত বোধোদয়। যে বন্ধু না থাকলে প্রাণ সংশয় হতে পারত, তাকেও ওই ভাষা কীভাবে আক্রমণ করলেন! এখন কি ইমেজ বাঁচাতেই এই ক্ষমা প্রার্থনা? প্রশ্ন বিভিন্ন মহলে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version