Monday, August 25, 2025

“এনআইএ তদন্ত হবে তো?” মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে প্রশ্ন তৃণমূলের

Date:

বাংলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাকে জাতীয় ইস্যু করে রাজনীতির কারবার শুরু করেছিল বিজেপি। দাবি করা হয়েছিল, বাজির আড়ালে বোমা কারখানা। এনআইএ ও সিবিআই তদন্তের দাবিও করে ঘোলা জলে মাছ ধরতে নামা বিজেপি। এবার বাংলার চেয়েও ভয়াবহ বিস্ফোরণ বিজেপি শাসিত মধ্যপ্রদেশের বাজি কারখানায়? অন্তত ৬ জনের মৃত্যু, আহত ৩০, আশেপাশের ৩০ টি বাড়ি ভস্মীভূত! তাহলে এবার কী এনআইএ তদন্ত হবে এই ঘটনায়? দুর্ঘটনা নিয়ে রাজনীতির কারবার করা বিজেপির উদ্দেশ্যে এই প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ের এক বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে মঙ্গলবার সকালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে। বিস্ফোরণের জেরে আশেপাশের অন্তর ৬০ টি বাড়িতে আগুন ধরে যায় দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর বঙ্গ রাজনীতির ‘ধান্ধাবাজ দল’ বিজেপিকে অতীত স্মরণ করালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অতীতের প্রসঙ্গ মনে করিয়েই এদিন এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?”

উল্লেখ্য, গত বছর মে মাসে পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৩ জনের। বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি বাড়ি। মর্মান্তিক সেই ঘটনাকে হাতিয়ার করে রাজনীতির কারবারে নামে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা অভিযোগ করে পঞ্চায়েত ভোটের আগে বাজির আড়ালে বোমা তৈরি হচ্ছিল। এমনকি গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানায় বিজেপি। মামলা দায়ের হয় আদালতে। এবার মর্মান্তিক ঘটনার সেই ছবিই ফিরে এল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। ঘটনা আরও ভয়াবহ। অতীতের সেই প্রসঙ্গই এবার বঙ্গ বিজেপি নেতাদের মনে করিয়ে দিল তৃণমূল।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version