Wednesday, August 27, 2025

কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’, মঙ্গলের সকালে ঝাড়গ্রাম – চুঁচুড়ায় ইডি অভিযান! 

Date:

১০০ দিনের কাজের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার (Government of India), অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বঞ্চিতদের প্রাপ্য দেওয়ার ঘোষণা করতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। রাত থাকতে ঝাড়গ্রামে সরকারি আধিকারিকের বাড়ির চারপাশ ঘিরে ফেললেন সিআরপিএফ জওয়ানরা (CRPF) । সাতসকালে চুঁচুড়াতেও (Chunchura) ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি (ED) আধিকারিকদের।

ঝাড়গ্রামের বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি (ED)। শুভ্রাংশু মণ্ডল (Shubhrangshu Mondol) নামে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে জাতিগত শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে বলে জানা যায়। পাশাপাশি ধোনেখালি ও বেলডাঙা থানায় যে এফআইআর হয়েছিল তার ভিত্তিতে আর সকাল সকাল চুঁচুড়ায় ময়নাডাঙ্গা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ সাঁধুখা নামের ওই ব্যক্তির বাড়ির চারপাশও সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছেন। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে বলে ইডির তরফে জানানো হয়েছে। সল্টলেকে বিদ্যাসাগর নিকেতনে এস কে পান ( ২০১৮ সালে ধনেখালিতে BDO ছিলেন) নামের প্রাক্তন এক সরকারি আধিকারিকের বাড়িতেও পৌঁছেছে ইডি। মুর্শিদাবাদের বহরমপুরেও চলছে কেন্দ্রীয় এজেন্সির অভিযান।

কেন্দ্র ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার প্রতিবাদে রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্না চলছে। মুখ্যমন্ত্রী নিজে একুশে ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ যে কাজ কেন্দ্রের করার কথা তা রাজ্য সরকারকে করতে হচ্ছে। এরপরই কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’য়, প্রতিহিংসার রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version