Sunday, November 9, 2025

আজ ‘এক দেশ এক ভোট’ বৈঠক, মমতার অনুপস্থিতিতে দিল্লিতে সুদীপ-কল্যাণ!

Date:

মঙ্গলেই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২ টো নাগাদ রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে আজ থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী (CM) জানান, রাজ্য বাজেটের কারণে এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত তিনি। ঠিক সেই কারণেই দিল্লি যাচ্ছেন না। তবে তৃণমূলের তরফে ২ সাংসদ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বলে খবর।

মোদি সরকার ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ পলিসি চালু করার কথা জানালে ১১ জানুয়ারি আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পদ্ধতি কার্যকর করলে তা আখেরে সমস্যা তৈরি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? বিভিন্ন রাজ্যের কার্যপ্রণালী বিভিন্ন রকম, সে ক্ষেত্রে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে কী করে করা সম্ভব ? আজ প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে দুপুর দুটোয় বৈঠক শুরু হবে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে আগেই জানানো হলে, তিনি অনুমতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।


Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version