Monday, November 10, 2025

আজ ‘এক দেশ এক ভোট’ বৈঠক, মমতার অনুপস্থিতিতে দিল্লিতে সুদীপ-কল্যাণ!

Date:

মঙ্গলেই ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২ টো নাগাদ রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে আজ থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী (CM) জানান, রাজ্য বাজেটের কারণে এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত তিনি। ঠিক সেই কারণেই দিল্লি যাচ্ছেন না। তবে তৃণমূলের তরফে ২ সাংসদ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বলে খবর।

মোদি সরকার ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ পলিসি চালু করার কথা জানালে ১১ জানুয়ারি আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পদ্ধতি কার্যকর করলে তা আখেরে সমস্যা তৈরি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? বিভিন্ন রাজ্যের কার্যপ্রণালী বিভিন্ন রকম, সে ক্ষেত্রে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে কী করে করা সম্ভব ? আজ প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে দুপুর দুটোয় বৈঠক শুরু হবে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে আগেই জানানো হলে, তিনি অনুমতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।


Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version