Thursday, August 28, 2025

উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে কয়েদিদের, বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে জানালেন কারামন্ত্রী

Date:

জেলবন্দি আবাসিকদের মধ্যে পড়াশোনা এবং সংশোধনাগার থেকে মুক্তির পর নিজেদের জীবিকা নির্বাহ নিয়ে আগ্রহ বাড়ছে। একইসঙ্গে উচ্চশিক্ষাতেও আগ্রহ বাড়ছে রাজ্যের সংশোধনাগারের কয়েদিদের। মঙ্গলবার বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে চমকপ্রদ তথ্য দেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মন্ত্রী বলেন, অনেকেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারগুলির যে আবাসিকরা পড়াশোনায় আগ্রহী, তাঁদের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারকে আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা হয়েছে।

১১ জন আবাসিক স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে দুজন ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছে। বাকিদের এখনও ফল প্রকাশ হয়নি। ২ জন আবাসিক স্নাতকোত্তর কোর্সের জন্য ভর্তি হয়েছিলেন। এরা দু’জনেই পাশ করেছেন। এ ছাড়াও সার্টিফিকেট কোর্সে ৪৪ জন আবাসিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী ইতিমধ্যেই পাশ করে গিয়েছেন। বাকি ৩০ জন হয় ইতিমধ্যেই সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তাঁদের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। আবাসিকদের কম্পিউটার শিক্ষার দিকেও আগ্রহ চোখে পড়ছে বলে কারামন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ১১, আ.হত শতাধিক

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version