Saturday, November 8, 2025

কয়লা চুরি রুখতে গিয়ে হামলার মুখে পুলিশ-CISF! আসানসোলে গ্রেফতার ৭

Date:

Share post:

কয়লা (Coal) চুরিতে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপরই হামলা চালানোর অভিযোগ কয়লাচোরদের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের আসানসোলের (Asansol) বারাবনি (Barabani) থানা এলাকায়। এদিন কয়লা চুরিতে বাধা দিলে চোররাই পাল্টা পুলিশকে আক্রমণ করে। যদিও পরে পুলিশ কয়েক ৭ কয়লাচোরকে গ্রেফতার (Arrest) করেছে। যদিও এদিন পুলিশের (Police) পাশাপাশি বেধড়ক মারধর করা হয় সিআইএসএফ (CISF) জওয়ানদেরও। পাশাপাশি কয়লা চোররা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালায় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে এক দল কয়লাচোর বারাবনি থানার অন্তর্গত কাপিষ্টার বেগুনিয়া কয়লাখনিতে কয়লা চুরি করতে আসে। ইসিএলের নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলেও লাভ কিছুই হয়নি। উল্টে দু’পক্ষের মারামারি বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিআইএসএফও চুরিতে বাধা দিতে গেলে সিআইএসএফকে লক্ষ্য করে চোরেরা ইট ছোড়ে বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ে কয়লাচোরেরা। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন বলে খবর। ইসিএল এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এরপর বারাবনি থানার বিশাল পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ৬ টন অবৈধ কয়লা।

পুলিশ সূত্রে আরও খবর, এদিন ভোরে ইসিএলের নিরাপত্তাকর্মীরা কয়লাখনিতে হানা দেন। তখন তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ার অভিযোগ ওঠে কয়লাচোরদের বিরুদ্ধে। পরিস্থিতি বেগতিক বুঝে এরপরই প্রায় পাঁচ ভ্যান সিআইএসএফ বারাবনি থানার অন্তর্গত কাপিষ্টা বেগুনিয়া কোলিয়ারিতে আসে। এরপর কয়লাচোরেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরেও ইটপাটকেল ছুড়তে শুরু করে। তবে কোনও পুলিশকর্মী এই ঘটনায় আহত হননি বলে জানা গিয়েছে।

 

 

 

spot_img

Related articles

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...

প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক সেলের নয়া কমিটি ঘোষণা তৃণমূলের

তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য সভাপতির নিয়োগ, জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতিদের তালিকা এবং পশ্চিমবঙ্গের রাজ্য মাধ্যমিক...