Wednesday, November 5, 2025

লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর

Date:

ফের সামনে এল দিল্লির (Delhi) নৃশংস রুপ! এবার রাজধানীর বুকে লাগাতার ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার (West Bengal) যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণের পাশাপাশি চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা যুবতীর এমন ভয়ঙ্কর পরিণতিতে রীতিমতো প্রশ্নের মুখে দিল্লির আইন শৃঙ্খলা। কীভাবে বাংলার যুবতীর এমন পরিণতি?

পুলিশ সূত্রে খবর, দিনকয়েকআগেই ফোনের মাধ্যমে এক যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তারপর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই দার্জিলিং থেকে এসে বিগত এক মাস ধরে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করে। গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে বিষয়টি। দিল্লি পুলিশকে ফোনে এক ব্যক্তি জানান এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মারধর করছেন। এরপরই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে এবং এইমসে ভর্তি করে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তবে কিছুটা সুস্থ হলে পুলিশকে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী। এরপর দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল যুবতীর। কিন্তু পরিকল্পনা বদল করে অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যুবতী। দেখা করতে গেলে, ওই যুবক জোরাজুরি করে তাঁকে থেকে যেতে বলে। দিল্লিতেই চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাঁর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে অভিযুক্ত। প্রতিদিন তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেওয়া হয়। অভিযুক্তের নাম পরস। উত্তরাখণ্ডের বাসিন্দা দিল্লির একটি খাবারের দোকানে রান্নার কাজ করত সে।

 

 

 

 

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version