Sunday, May 4, 2025

লাগাতার ধর্ষণ, গায়ে ঢালা হত গরম ডালও! দিল্লিতে চরম পরিণতি বাংলার যুবতীর

Date:

ফের সামনে এল দিল্লির (Delhi) নৃশংস রুপ! এবার রাজধানীর বুকে লাগাতার ধর্ষণ, নির্যাতনের শিকার বাংলার (West Bengal) যুবতী। অভিযোগ, বিগত এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণের পাশাপাশি চলে শারীরিক অত্যাচার। এমনকী, যুবতীর শরীরের উপরে গরম ডাল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে দার্জিলিংয়ের (Darjeeling) বাসিন্দা যুবতীর এমন ভয়ঙ্কর পরিণতিতে রীতিমতো প্রশ্নের মুখে দিল্লির আইন শৃঙ্খলা। কীভাবে বাংলার যুবতীর এমন পরিণতি?

পুলিশ সূত্রে খবর, দিনকয়েকআগেই ফোনের মাধ্যমে এক যুবকের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। তারপর তিন থেকে চার মাসের বন্ধুত্ব। বন্ধুর উপর ভরসা করেই দার্জিলিং থেকে এসে বিগত এক মাস ধরে ওই যুবতী অভিযুক্তের সঙ্গে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় রাজু পার্কের কাছে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করে। গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে বিষয়টি। দিল্লি পুলিশকে ফোনে এক ব্যক্তি জানান এক মহিলাকে তাঁর স্বামী বেধড়ক মারধর করছেন। এরপরই পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে যুবতীকে উদ্ধার করে এবং এইমসে ভর্তি করে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যুবতীর শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। তবে কিছুটা সুস্থ হলে পুলিশকে যুবতী যাবতীয় ঘটনা খুলে বলে। যুবতী জানায় ফোনের মাধ্যমেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিন-চার মাস ধরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়। জানুয়ারি মাসেই বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ পায় যুবতী। এরপর দিল্লি হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল যুবতীর। কিন্তু পরিকল্পনা বদল করে অভিযুক্ত যুবকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় যুবতী। দেখা করতে গেলে, ওই যুবক জোরাজুরি করে তাঁকে থেকে যেতে বলে। দিল্লিতেই চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাঁর ভরসাতেই দিল্লিতে থেকে যায় যুবতী। কিন্তু এরপরই যুবতীর উপরে শারীরিক নির্যাতন শুরু করে অভিযুক্ত। প্রতিদিন তাঁকে ধর্ষণের পাশাপাশি তাঁর শরীরে গরম ডাল ঢেলে পুড়িয়েও দেওয়া হয়। অভিযুক্তের নাম পরস। উত্তরাখণ্ডের বাসিন্দা দিল্লির একটি খাবারের দোকানে রান্নার কাজ করত সে।

 

 

 

 

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version