Wednesday, August 27, 2025

কংগ্রেস যেন ৪০টা আসন পায়: মমতার মন্তব্যকে হাতিয়ার করে প্রার্থনা মোদির

Date:

তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কংগ্রেস, তুমি ৪০টা আসন পাবে কি না জানি না, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে।” তৃণমূল নেত্রীর সেই মন্তব্য তুলে কংগ্রেসের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণে কংগ্রেসের উদ্দেশ্যে মোদি বললেন, “আমি প্রার্থনা করি যাতে তারা (কংগ্রেস) ৪০টি আসন ধরে রাখতে পারে।”

এদিন রাজ্যসভায় ভাষণের শুরু থেকেই কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ শানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭০ বছরের কংগ্রেস জমানা তুলে ধরে নিশানা করেছেন পূর্বতন প্রধানমন্ত্রী নেহেরু, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীদের। আক্রমণ শানাতে গিয়েই কংগ্রেস প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে মোদি বলেন, “বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস। বলা হচ্ছে, গোটা দেশে তারা ৪০ আসন পাবে কি না!” এর পরই তাঁর ‘প্রার্থনা’, “আমি প্রার্থনা করি যাতে তারা (কংগ্রেস) ৪০টি আসন ধরে রাখতে পারে।” এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর দাবি, “দলটা (কংগ্রেস) চিন্তাভাবনাও সেকেল হয়ে গিয়েছে। যখন ভাবনাচিন্তা পুরনো হয়ে গিয়েছে, তখন দলটি তাদের কাজকর্মও আউটসোর্স করে দিয়েছে। এতো বড় দল, এতো বছর দেশে রাজত্ব করেছে তাদের এই পরিণতি! এতো অবনতি! এটা দেখে আমার একটুও আনন্দ হচ্ছে না। আপনাদের জন্য আমার সমবেদনা রয়েছে। কিন্তু চিকিৎসক কী করবে, যখন রোগী…. আর কী বলি!”

আসলে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে জোট সমস্যায় নাজেহাল কংগ্রেস। বাংলায় হাত শিবিরকে ২ আসনের বেশি ছাড়তে রাজি নয় তৃণমূল। এই পরিস্থিতিতে শতাব্দিপ্রাচীন দলকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, “কংগ্রেস, তুমি ৪০টা আসন পাবে কি না জানি না, সারা ভারতে ৩০০টা আসনে লড়াই করে।” এই প্রসঙ্গ তুলে ধরেই এদিন কংগ্রেসকে আক্রমণ শানান নরেন্দ্র মোদি।

Related articles

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...
Exit mobile version