Thursday, August 21, 2025

‘ষড়যন্ত্রকে হারিয়ে শীঘ্রই ফিরবেন’! বিবাহবার্ষিকীর দিনে স্বামীর এক্স হ্যান্ডেলে পোস্ট হেমন্ত জায়ার

Date:

“খুব শীঘ্রই ষড়যন্ত্রকে হারিয়ে বাড়িতে ফিরে আসবেন তিনি”। বিবাহবার্ষিকীর (Anniversary) দিনে স্বামীর এক্স অ্যাকাউন্ট থেকে এমনই আবেগঘন পোস্ট ঝাড়খণ্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেনের (Kalapana Soren)। বুধবার হেমন্তের এক্স হ্যান্ডলে কল্পনা লেখেন, ‘‘ঝাড়খণ্ডের অস্তিত্ব এবং পরিচয় রক্ষা করতে চান বলেই হেমন্তজি মাথানত করেননি। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইকেই বেছে নিয়েছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন।’’

বুধবার ১৮তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন হেমন্তের স্ত্রী কল্পনা। বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে কাটাতে না পারার যন্ত্রণা এদিন তাঁর পোস্টে স্পষ্ট। এদিন কল্পনা আরও লেখেন, ‘‘আজ আমাদের ১৮ তম বিবাহবার্ষিকী, কিন্তু হেমন্তজি পরিবারের সঙ্গে নেই। বাচ্চাদের সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, তিনি এই ষড়যন্ত্রকে হারিয়ে বিজয়ী হবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবেন। তিনি আরও লেখেন, আমি ঝাড়খণ্ডের এক জন সাহসী যোদ্ধার জীবনসঙ্গী। আজ আমি আর আবেগপ্রবণ হব না। হেমন্তজির মতোই আমি কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখব এবং তাঁর সাহস ও সংগ্রামের শক্তি হয়ে উঠব।’’

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেএমএম নেতা। এদিকে বুধবার হেমন্তের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে গত সোমবারই নতুন ইনিংস শুরু করেছেন চম্পাই সোরেন। আর একের পর এক রাজনৈতিক পালাবদলের মাঝে হেমন্তের বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

 

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version