Sunday, May 4, 2025

এসএলএসটি শরীরশিক্ষা-কর্মশিক্ষার নিয়োগ জট খোলার পথে! অ্যাডভোকেট জেনারেলকে ধন্যবাদ কুণালের

Date:

শিক্ষক নিয়োগ নিয়ে সদর্থক ও ইতিবাচক ভূমিকা অনেক আগে থেকেই নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্য দিতে চাইলেও আইনি জটে আটকে রয়েছে অনেক নিয়োগ। ধীরে ধীরে সেই জট খুলছে। এরই মধ্যে গত, সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় তাঁদের দু’জনের মধ্যে। তখন কুণাল ঘোষ জানিয়েছিলেন এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলায় বিষয়ে কথা বলেন। অ্যাডভোকেট জেনারেল কিশোর তাঁকে আশ্বস্ত করেছিলেন যে, মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে ‘সদর্থক ভূমিকা’ নেওয়া হবে। সেইমত এদিন শুনানি হয়। এবং সেই শুনানি ছিল ইতিবাচক।

আজ বুধবার ফের একটি টুইট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “এসএলএসটি শারীরশিক্ষা, কর্মশিক্ষা জট খোলার দিকে আরেক ধাপ। আজ হাইকোর্টে ইতিবাচক শুনানি। আগামী সোমবার বড় পদক্ষেপের সম্ভাবনা। ধন্যবাদ মাননীয় অ্যাডভোকেট জেনারেল। মনে রাখুন, মমতা বন্দোপাধ্যায় নিয়োগের সব ব্যবস্থা করে দিলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে ছিলেন যোগ্যরা। আশা করি, শিগগিরই সবার মুখে হাসি ফুটবে। জট কাটার দিকে এগোচ্ছে।”


২০১৬ সালের এসএলএসটি শরীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের প্যানেল প্রস্তুত হয়ে গেলেও নতুন মামলায় তা আটকে রয়েছে। নিয়োগের বিষয়ে রাজ্য সরকার শূন্যপদও তৈরি করেছিল। এ ব্যাপারটি গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনার কাজটি করেছিলেন কুণাল। কিন্তু আইনি জটে নিয়োগ কার্যকর হয়নি। সুপারিশ পেয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া যাচ্ছে না। কিছু আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। ওই আইনজীবীরা মামলা করে নিয়োগ আটকে দিচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী চান, সবাই চাকরি পান।

 

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...
Exit mobile version