Wednesday, August 27, 2025

যাঁরা ভালো কাজ করেন তাঁরা যোগ্য সম্মান পান না: লোকসভার আগে নীতিনের মন্তব্যে জল্পনা

Date:

লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে আক্ষেপের সুর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির গলায়। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানালেন, “যাঁরা ভালো কাজ করেন, তাঁরা যোগ্য সম্মান পান না, আর যাঁরা খারাপ করেন, তাঁরা শাস্তি পান না।” নির্বাচনের ঠিক আগে মোদি সরকারের মন্ত্রীর এহেন মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

জনসেবায় সেরা কাজের জন্য দেশের সাংসদদের সম্মানার্থে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল মুম্বইয়ে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গড়করি বলেন, “আমি সব সময় মজা করে বলি, যে পার্টিরই সরকার হোক না কেন, একটা জিনিস নিশ্চিত, ভালো কাজ করলে কখনওই সম্মান পাবেন না। আর যাঁরা খারাপ কাজ করে, তাঁরা কখনওই শাস্তি পাবেন না।” পাশাপাশি আরও বলেন, “এমন কিছু লোক আছেন যাঁরা তাঁদের আদর্শের উপর ভিত্তি করে দৃঢ় প্রত্যয় নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু এই ধরনের মানুষের সংখ্যা কমছে। আর আদর্শের অবনতি, যা ঘটছে, তা গণতন্ত্রের জন্য ভালো নয়।”

দেশের ‘হাইওয়ে ম্যান’ নামে পরিচিত নীতিন গড়কড়ি আরও বলেন, “আমাদের বিতর্ক ও আলোচনায় মতের পার্থক্য আমাদের সমস্যা নয়। আমাদের সমস্যা ধারনার অভাব… ডানপন্থী না বামপন্থী হিসাবে নয়, আমরা পরিচিত হচ্ছি সুবিধাবাদী হিসাবে, কেউ কেউ এভাবে লিখে থাকেন। আর আমরা সবাই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছি।” দেশের বর্তমান সুবিধাবাদী রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাজনীতিবিদদের অস্থায়ী মেয়াদ থাকতে পারে। কারণ তাঁরা কখনও ক্ষমতায় আসেন বা যান। তবে তাঁদের নির্বাচনী এলাকায় তাঁদের কাজই এলাকাবাসীর কাছে তাঁদের সম্মান আর উত্তরাধিকারকে নির্ধারণ করে দেয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version