Sunday, November 9, 2025

ফের সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা! সরস্বতী পুজোর আগে বড় আপডেট হাওয়া অফিসের

Date:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই বিদায়ের পথে শীত (Winter)। ইতিমধ্যে বেড়েছে কলকাতা(Kolkata) সহ জেলাগুলির তাপমাত্রা (Temperature)। এমন আবহে আলিপুর (Alipore) হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে। তবে শীত আর জাঁকিয়ে বসবে না শহরে। তবে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী পুজোর সময় রাজ্যে হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু ততদিন শীত আদৌ স্থায়ী হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

যদিও, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। তবে শীত থাকুর আর না থাকুক ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। এদিন ভোরবেলা থেকে আকাশ মুখ ঢেকেছে কুয়াশায়। এদিন বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠলেও ততটা  দাপট কমেনি কুয়াশার। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন হাওয়া অফিস জানিয়েছে অসম ও জম্মু কাশ্মীরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারের পর থেকে হাল্কা শীতের আমেজ পাওয়া যাবে কলকাতায়। তবে তা বেশিদিন টিকবে না। সোমবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়বে।

 

 

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version