Friday, November 7, 2025

ফের চাঞ্চল্য বাসন্তীতে! সাতসকালে রাস্তার পাশে মিলল তাজা বোমা, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে দুটি বোমা উদ্ধার করে। তবে জনবহুল এলাকায় কে বা কারা ওই বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। তবে নতুন করে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোনোরকম অশান্তির আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ওই এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজি চলে। এদিকে রাতভর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়েরা। এদিন সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির কাছেই একাধিক জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা। এরপরই আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। তবে এর আগেও বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাসন্তীতে। যদিও পরে পুলিশ ও প্রশাসনের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। সেকারণে প্রতিদিন অন্ধকার নামলেই বোমার শব্দে তটস্থ হয়ে থাকেন তাঁরা। অবিলম্বে এই সমস্যা সমাধানে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version