Wednesday, November 5, 2025

ফের চাঞ্চল্য বাসন্তীতে! সাতসকালে রাস্তার পাশে মিলল তাজা বোমা, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে দুটি বোমা উদ্ধার করে। তবে জনবহুল এলাকায় কে বা কারা ওই বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। তবে নতুন করে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোনোরকম অশান্তির আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ওই এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজি চলে। এদিকে রাতভর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়েরা। এদিন সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির কাছেই একাধিক জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা। এরপরই আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। তবে এর আগেও বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাসন্তীতে। যদিও পরে পুলিশ ও প্রশাসনের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। সেকারণে প্রতিদিন অন্ধকার নামলেই বোমার শব্দে তটস্থ হয়ে থাকেন তাঁরা। অবিলম্বে এই সমস্যা সমাধানে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 

Related articles

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version