Thursday, August 21, 2025

ফের চাঞ্চল্য বাসন্তীতে! সাতসকালে রাস্তার পাশে মিলল তাজা বোমা, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে দুটি বোমা উদ্ধার করে। তবে জনবহুল এলাকায় কে বা কারা ওই বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। তবে নতুন করে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোনোরকম অশান্তির আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ওই এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজি চলে। এদিকে রাতভর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়েরা। এদিন সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির কাছেই একাধিক জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা। এরপরই আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। তবে এর আগেও বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাসন্তীতে। যদিও পরে পুলিশ ও প্রশাসনের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। সেকারণে প্রতিদিন অন্ধকার নামলেই বোমার শব্দে তটস্থ হয়ে থাকেন তাঁরা। অবিলম্বে এই সমস্যা সমাধানে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version