Friday, November 7, 2025

বিধানসভায় বিজেপি বেনজির ‘অসভ্যতা’! “এটা পার্টি অফিস না”, তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বাজেট পেশের সময় বেনজির অসভ্যতা বিজেপি (BJP) বিধায়কদের। বারবার তাঁদের তুমুল হৈ হট্টোগোলে বাজেট পড়া বন্ধ করতে হয় চন্দ্রিমার। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) বারবার বলার পরেও কাজ না হওয়ায় ধৈর্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদলকে তীব্র ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা।’’

চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের শুরু থেকে তীব্র তুমুল চিৎকার শুরু করেন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়করা। স্পিকার বারবার, তাঁদের বোঝানোর চেষ্টা করেন, যে তাঁদের বলার সময় দেওয়া হবে। কিন্তু তাতেও তাঁরা থামেন না। এক সময় বিরক্ত হয়ে বাজেট পড়া বন্ধ রেখে বসে পড়েন অর্থ প্রতিমন্ত্রী। তাঁদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার।

তার পরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, আপনারা চুপ করুন। এভাবে বিধানসভা চিৎকার করা যায় না। এটা বিজেপির পার্টি অফিস না। এটা বিধানসভা। মুখ্যমন্ত্রী মনে করান, গত সংসদ অধিবেশনে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে রেকর্ড সংখ্যক সাংসদকে সাসপেন্ড। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, সেটা তাঁর করবেন না। তবে বিজেপিকে বাংলা তথা বাঙালি বিরোধী বলে উল্লেখ করে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বাংলার মানুষ দেখুক, কীভাবে তাঁদের জন্য রাজ্য সরকার কী করছে তা জানতে দিতে চায় না। মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে কিছুটা গোলমাল থামে।

Related articles

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...
Exit mobile version